শিরোনাম
◈ ‘ইজতেমার নিয়ন্ত্রণ’ নাকি ‘সাদ কান্দালভি’- তাবলীগ সংকটের কারণ আসলে কী ◈  আমরা কিংস পার্টি নই, আমরা কিংস মেকার:  হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ভোলা-২ আসনের সাবেক এমপি মুকুল গ্রেপ্তার ◈ অনলাইনে আয়কর পরিশোধে ফি বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক ◈ প্রায় অর্ধেক মানুষই জানে না তার ডায়াবেটিস ◈ তেজগাঁও থেকে বিলাসবহুল গাড়ি জব্দ করলো কাস্টমস ◈ আশা করি নতুন উপদেষ্টাদের কাজ দেখে বিচার করবেন বাংলাদেশের জনগণ : মাহফুজ আলম ◈ উদ্বোধনের অপেক্ষায় ৫২ জেলায় পানির গুণগতমান পরীক্ষাগার, মিলবে বিশুদ্ধ পানি ◈ যে কারণে পুরুষের চার বিয়ে করার কথা বললেন এই অভিনেত্রী হীরা সুমরো ◈ এখনো রাস্তায় আহতরা, উপদেষ্টাদের হাজির হওয়ার আলটিমেটাম

প্রকাশিত : ০৯ জুন, ২০২৪, ০৮:৪৫ সকাল
আপডেট : ০৯ জুন, ২০২৪, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অজগরের পেটে পাওয়া গেল নিখোঁজ নারীর মরদেহ

সাজ্জাদুল ইসলাম: [২] ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের কালেম্পাং গ্রামে এ ঘটনা ঘটে গত বৃহস্পতিবার রাতে। ফরিদা বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন তার স্বামী। তিনি ঘরের আশপাশে খোঁজ শুরু করেন। এক পর্যায়ে তিনি দেখতে পান যে, ফরিদার সঙ্গে থাকা কিছু জিনিসপত্র এক জায়গায় পড়ে আছে। এতে তার সন্দেহ হয়। এরপর পাড়া প্রতিবেশীদের নিয়ে খোঁজ শুরু হয়। সূত্র : এএফপি

[৩] অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার চার সন্তানের মা ফরিদাকে পাওয়া যায় বিশাল আকৃতির এক অজগরের পেটে। অজগরটির পেট অস্বাভাবিক বড় দেখাচ্ছিল। প্রতিবেশিরা সাপটির পেট কাটার সিদ্ধান্ত নেন। পেট কাটতেই ফরিদার মাথা বেরিয়ে পড়ে। পরে অজগরের পেট থেকে বেরিয়ে আসে ফরিদার মরদেহ। অজগরটি ফরিদাকে জামাকাপড়সহ আস্ত গিলে ফেলেছিল।

[৪] অজগর কোনো মানুষকে সম্পূর্ণ গিলে ফেলার ঘটনা বেশ বিরল। তবে গত কয়েক বছরে ইন্দোনেশিয়ায় অজগরের আক্রমনে কয়েকজন মারা গেছেন। গত বছর ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশের তিনাঙ্গিয়া জেলায় একটি অজগর গ্রামের এক কৃষককে পেঁচিয়ে ধরে গিলতে শুরু করে। তখন বাসিন্দারা আট মিটার লম্বা অজগরটিকে মেরে ফেলে। তবে সেই কৃষকও মারা যান। 

[৫] ২০১৮ সালেও ৫৪ বছর বয়সী এক নারীকে সাত মিটার লম্বা এক অজগরের পেটে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশের মুনা শহরে এ ঘটনা ঘটেছিল। এর আগের বছর পশ্চিম সুলাওয়েসি প্রদেশে এক কৃষক নিখোঁজ হন। পরে একটি পাম তেলের বাগানে একটি অজগর তাকে জীবিত গিলে খাচ্ছে, এমন অবস্থায় পাওয়া যায়। ওই অজগরটির দৈর্ঘ্য ছিল চার মিটার।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়