ইকবাল খান: [২] তার বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনে অভিযোগ আছে।
[৩] বিবিসি জানায়, ভোটে জেতার পরে তার আইনজীবীরা তার জামিনের ব্যবস্থা শুরু করেছেন।
[৪] অমৃতপাল সিংয়ের আইনজীবী রাজদেভ সিং খালসা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন যে জামিনের আবেদনে অমৃতপাল সিংয়ের মাদক-বিরোধী অবস্থানটাকেই তুলে ধরবেন তারা। ভোটে জেতার পরে মানুষের সমর্থন যে অমৃতপাল সিংয়ের প্রতি আছে, সেটা প্রমাণিত হয়েছে।
[৫] পাঞ্জাবের আম আদমি পার্টির সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার তাই অমৃতপাল সিংয়ের জামিনের বিরোধিতা না করতে বাধ্য হবে বলে মনে করেন রাজদেভ সিং খালসা।
আপনার মতামত লিখুন :