শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০৫ জুন, ২০২৪, ১১:৩০ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৪, ১০:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের রাজনীতিতে এখন গুরুত্বপূর্ণ খেলোয়াড় নীতীশ-নাইডু

সাজ্জাদুল ইসলাম: [২] নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) তৃতীয় মেয়াদে ক্ষমতা যাওয়ার জন্য আঞ্চলিক সেকুলার নেতা চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমার এবং অন্যদের  ওপর নির্ভর করতে হবে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

[৩] ভারতীয় রাজনীতিতে এখন অন্ধ্র প্রদেশের তেলেগু দেসাম পার্টির(টিডিপি) প্রধান হলেন নারা চন্দ্রবাবু নাইডু এবং বিহার রাজ্যের জনতা দল ইউনাইডের (জেডিপি) প্রধান হলেন নীতীশ কুমার প্রভাবশালী খেলোয়াড় হিসেবে আবির্ভুত হয়েছেন।  একক সংখ্যাগরিষ্ঠতা হারানো মোদির হিন্দুত্ববাদী বিজেপির জন্য বড় আঘাত বলে মনে করা হচ্ছে।

[৪] অপ্রত্যাশিত ফলাফলের পেছনে যেসব কারণ রয়েছে, তাহল: বেকারত্বের হার ব্যাপক বৃদ্ধি, মুদ্রাস্ফিতি এবং মোদির মেরুকরণের রাজনীতি। পরবর্তী সরকার গঠনের জন্য যে সংখ্যক আসন দরকার বিজেপি তার থেকে ৩২টি আসন কম পেয়েছেন।

[৫] বিজেপি ভারতীয় পার্লামেন্টের নিম্ন কক্ষ বা লোকসভায় ২৪০ আসন লাভ করেছে। তবে তার মিত্র দলগুলোর সমর্থন নিয়ে সহজে প্রয়োজনীয় ২৭২ আসন সংগ্রহ কঠিন হবে না। কারণ বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক এলায়েন্স (এনডিএ) মোট ২৮২ আসন পেয়েছে।

[৬] বিজেপিকে এখন মিত্রদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল থাকতে হবে। নীতি নির্ধারণ ও সরকার গঠনে এসব মিত্র প্রবল প্রভাব বিস্তার করতে পারে। করনেগি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস এর দক্ষিণ এশিয়া প্রগ্রামের পরিচালক মিলান বৈষ্ণব এমন মন্তব্য করেছেন। 

[৭] নীতীশ ও নাইডুর মোট আসন সংখ্যা ২৮। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে ২৩২ আসন লাভ করেছে। এ জোটও এই দুই নেতাকে তাদের জোটে ভেড়ানোর চেষ্টা করছে। ভারতের নতুন রাজনৈতিক পরিস্থিতিতে  এ দুই আঞ্চলিক নেতা গুরুত্বপূণ কিংমেকারে পরিণত হয়েছেন।

এসআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়