শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ০৪ জুন, ২০২৪, ০৯:৩৯ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৪, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার গঠনের প্রশ্নে নতুন অংশীদারের ইঙ্গিত দিলেন কংগ্রেস নেতা রাহুল 

বিজয় চিহ্ন দেখাচ্ছেন সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন, প্রিয়াংকা ও রাহুল গান্ধী

ইকবাল খান: [২] মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে কংগ্রেসের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধীর কাছে প্রশ্ন করা হয়েছিল, কংগ্রেস বিরোধী দলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নাকি সরকার গঠনের থেকে চেষ্টা করছে? সূত্র: এনডিটিভি

[৩] রাহুল গান্ধী জবাবে বলেন, আমরা আমাদের ইন্ডিয়া জোটের অংশীদারদের সঙ্গে আগামীকাল(বুধবার) বৈঠক করবো। আমি বিশ্বাস করি, সেখানে এই প্রশ্নগুলো উত্থাপিত হবে এবং তার উত্তর দেওয়া হবে। আমরা আমাদের অংশীদারদের সম্মান করি, তাই তাদের মতামত ছাড়া গণমাধ্যমে বিবৃতি দিতে চাচ্ছি না।

[৪] জনগণ ব্যবসায়ী গৌতম আদানির সঙ্গে নরেন্দ্র মোদির সম্পর্ককে এক করে দেখেছে মন্তব্য করে রাহুল গান্ধী বলেন, এটা দুর্নীতির সরাসরি সম্পর্ক। ভোটাররা মোদিকে বলে দিয়েছেন, তাঁরা আর তাঁকে চান না।

[৫] একই প্রশ্নের জবাবে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে নতুন অংশীদারদের বিষয়ে ইঙ্গিতপূর্ণ জবাব দেন। কংগ্রেস সভাপতি বলেন, যতক্ষণ না আমরা আমাদের জোটের অংশীদারদের সঙ্গে কথা বলি.... এবং নতুন অংশীদার, যারা আমাদের সঙ্গে যোগ দিতে পারে, কীভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি ও সংখ্যাগরিষ্ঠতা পেতে পারি, দেখা যাক কী হয়।

[৬] ইন্ডিয়া জোটের সরকার গঠনের আশা এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যায় না। কারণ, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এবং কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের আসনসংখ্যার পার্থক্য মাত্র ৬০টির মতো।

[৭] এ অবস্থায় সবচেয়ে আলোচিত দল হয়ে উঠেছে অন্ধ্র প্রদেশের চন্দ্রবাবু নাইডুর টিডিপি(১৬ আসনে এগিয়ে) এবং বিহারের নীতিশ কুমারের জেডিইউ(১২ আসনে এগিয়ে)। বলা হচ্ছে, এ দুটি দলই হতে পারে এবারের নির্বাচনে ‘কিংমেকার’।

[৭] দল দুটি বর্তমানে বিজেপি জোটের অংশীদার হলেও অতীতে তারা উভয়েই কংগ্রেসের মিত্র ছিল। এ কারণে তাদের আবারও পাশে টানার চেষ্টা করছে কংগ্রেস।

[৮] একক দল হিসেবে বিজেপি এগিয়ে ছিল ২৪০ আসনে আর কংগ্রেস এগিয়ে ছিল ১০০টি আসনে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়