শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০৪ জুন, ২০২৪, ০১:৩২ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৪, ০১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান সেনাবাহিনীর ব্রিগেডিয়ার পদে এই প্রথম সংখ্যালঘু সম্প্রদায়ের নারী

ইমরুল শাহেদ: [২] পাকিস্তান সেনাবাহিনীর ইতিহাসে এই ঘটনা প্রথম। ডক্টর হেলেন মেরি রবার্টস পাকিস্তান সেনাবাহিনীর প্রথম নারী ব্রিগেডিয়ার হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর আগে, ২০২০ সালের জুন মাসে মেজর জেনারেল নিগার জোহার পাক আর্মির প্রথম নারী লেফটেন্যান্ট র‌্যাঙ্কে উত্তীর্ণ হয়ছিলেন। সূত্র: দি ওয়াল

[৩] পাকিস্তান আর্মি মেডিক্যাল কোরে ব্রিগেডিয়ার এবং কর্নেল পদে হেলেনকে বেছে নিয়েছে সিলেকশন বোর্ড। এই পদোন্নতির জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন, গোটা পাকিস্তান আজ হেলেনের জন্য গর্বিত। তিনি মনে করিয়ে দিয়েছেন, এভাবেই সংখ্যালঘু সম্প্রদায়ের হাজার হাজার নারী দেশের সেবা করে চলেছেন, পরিশ্রম করে চলেছেন স্বতন্ত্রভাবে। পাকিস্তান সেনাবাহিনীর ব্রিগেডিয়ার হিসেবে নির্বাচিত হওয়া প্রথম সংখ্যালঘু নারীর সম্মান পেয়েছেন হেলেন।'

[৪] পাকিস্তানের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সে দেশে ৯৬.৪৭ শতাংশ মানুষ মুসলমান। তার পরেই রয়েছেন হিন্দুরা, তবে শতাংশে মাত্র ২.১৪। এর পরে ১.২৭ শতাংশ খ্রিস্টান, ০.০৯ শতাংশ আহমদী মুসলিম এবং ০.০২ শতাংশ অন্যান্য।

[৫] সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা প্রায়ই সামনে এলেও, সরকারি তরফে বহুবারই স্বীকার করা হয়েছে একাধিক সংখ্যালঘু কৃতীর অবদান। গত বছরেও রাওয়ালপিন্ডির ক্রাইস্ট চার্চে বড়দিনের উৎসব চলাকালীন, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির উল্লেখ করেছিলেন, দেশের উন্নয়নে সংখ্যালঘু সম্প্রদায়ের ভূমিকা প্রশংসনীয়। তার পরেই সংখ্যালঘু সম্প্রদায়ের নারী সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদ পেয়ে ইতিহাস রচনা করলেন।

[৬] জানা গেছে, ব্রিগেডিয়ার হেলেন একজন সিনিয়র প্যাথলজিস্ট এবং গত ২৬ বছর ধরে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে রয়েছেন। সে দেশের বহু যুদ্ধ, জয়, পরাজয়ের সাক্ষী তিনি। আবার অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে তার তিক্ত অভিজ্ঞতাও কম নয়। সম্পাদনা: রাশিদ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়