শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৭ মে, ২০২৪, ০৫:৩৩ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৪, ০৫:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইন লঙ্ঘনের দায়ে সৌদিতে সাড়ে ১৭ হাজারের বেশি গ্রেপ্তার

ইমরুল শাহেদ: [২] আবাসিক, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ১৬ থেকে ২২ মে পর্যন্ত চালানো অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। সূত্র: আরব নিউজ

[৩] সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, আবাসিক আইন ভঙ্গের জন্য গ্রেপ্তার করা হয়েছে ১১ হাজার ২১৯ জনকে। সীমান্ত ইস্যুতে ধরা হয়েছে ৩ হাজার ৭৮২ জনকে ও শ্রম ভঙ্গের জন্য গ্রেপ্তার করা হয়েছে দুই হাজার ৫৫৫ জনকে।

[৪] আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে যারা সৌদিতে প্রবেশকালে গ্রেপ্তার হয়েছেন ৭৫৬ জন। তাদের মধ্যে ৬০ শতাংশ ইয়েমেনি, ৩৮ শতাংশ ইথোপিয়ান এবং দুই শতাংশ দেশের। তাছাড়া ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্নভাবে অনিয়মকারীদের আশ্রয় দেওয়ার জন্য।

[৫] এছাড়াও ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে পাশের দেশে অবৈধভাবে যাওয়ার সময়। তার মধ্যে ১২ জন রয়েছেন মানবপাচার চক্রের সদস্য। 

[৬] জানা গেছে, কর্তৃপক্ষ ৪৩,৯৭৫ জনকে নিজ নিজ দূতাবাসে স্থানান্তরিত করেছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য, যেখানে ১,৮৬০ জনকে বলা হয়েছে কাগজপত্র ঠিক করতে এবং ১০,৬৩৬ জনকে প্রত্যাবাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

[৭] সীমান্ত আইন ভঙ্গকারীদের যারা সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক্ষেত্রে অপরাধীদের হতে পারে ১৭ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ রিয়াল জরিমানা। বাজেয়াপ্ত করা হতে পারে সম্পত্তি। সম্পাদনা: এম খান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়