শিরোনাম

প্রকাশিত : ৩০ জুন, ২০২২, ০৭:৪৮ বিকাল
আপডেট : ৩০ জুন, ২০২২, ০৭:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের মণিপুরে ভূমিধসে নিহত ৮, ৫০ জনেরও বেশি নিখোঁজ 

রাশিদুল ইসলাম : নিহত আটজনের মধ্যে সাতজন টেরিটোরিয়াল আর্মি জওয়ান এবং ইমফাম-জিরিবাম রেলওয়ে প্রকল্পের নির্মাণে নিযুক্ত ভারতীয় রেলওয়ের একজন শ্রমিক। ইন্ডিয়ান এক্সপ্রেস
মণিপুরের নানি জেলার টুপুল রেলওয়ে নির্মাণ শিবিরে একটি বিশাল ভূমিধসের ওই ঘটনার পর উদ্ধার অভিযান শুরু হয়। কর্মকর্তাদের মতে, বৃহস্পতিবার ভোরে মণিপুরের ননি জেলায় ১০৭ টেরিটোরিয়াল আর্মি (টিএ) ক্যাম্পে ওই বিশাল ভূমিধস হয়। ভোর সাড়ে পাঁচটা নাগাদ ধস নামে।

বৃহস্পতিবার ভোরে ভূমিকম্পে কেঁপে ওঠে নানি জেলা। তার জেরে ১০৭ নম্বর টেরিটরিয়াল আর্মির ক্যাম্পে এলাকায় ধস নামে। সেই ধসের পর থেকে বহু জওয়ান ও বাসিন্দা নিখোঁজ। প্রাদেশিক সেনার বাহিনীকে নির্মীয়মাণ জিরিবাম থেকে ইম্ফলগামী রেললাইনের সুরক্ষার দায়িত্ব রাখা হয়েছিল। নানি জেলার তুপুল রেল স্টেশনের কাছে ওই জওয়ানরা শিবির করেছিলেন। ১৩ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। তাঁদের নানি আর্মি মেডিক্যাল ইউনিটে ভর্তি করা হয়েছে। তার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে, মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করছে প্রশাসন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি ঘটনাস্থল এবং উদ্ধারকাজ পরিদর্শন করেন। পরে মণিপুরের মুখ্যমন্ত্রী টুইট করেন, ‘ টুপুলে ভূমিধসের পরিস্থিতি মূল্যায়নে জরুরি বৈঠক ডেকেছি। ইতিমধ্যেই তল্লাশি ও উদ্ধারকাজ চলছে। আসুন, আমরা প্রার্থনা করি। উদ্ধারকাজে সহায়তার জন্য অ্যাম্বুল্যান্সের সঙ্গে চিকিৎসকদেরও পাঠানো হয়েছে।’

সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, উদ্ধারকাজ দ্রুতগতিতে চলছে। বেশ কয়েকজন ধসে চাপা পড়ে রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে অসম রাইফেলও উদ্ধারকাজে হাত লাগিয়েছে। উদ্ধারকাজে মাটি খুঁজে চাপা পড়ে থাকা জওয়ানদের বের করে আনতে যন্ত্রপাতি আনা হয়েছে। ধসে ইজাই নদীর গতিপথেরও ক্ষতি হয়েছে। তার মধ্যেই উদ্ধারকাজ চলার সময় বারবার ধস নেমেছে। যাতে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। পাশাপাশি, খারাপ আবহাওয়ার জন্যও উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলেই সেনাবাহিনী জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়