শিরোনাম

প্রকাশিত : ৩০ জুন, ২০২২, ০৪:৩৭ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২২, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাবুলের গুরুদ্বারে হামলার ১০ দিন পর দিল্লি পৌঁছান ১১ আফগান শিখ

ইমরুল শাহেদ: কাবুলের গুরুদ্বার হামলার প্রায় ১০দিন পর বৃহস্পতিবার সকালে আফগান শিখদের ১১ সদস্যের একটি দল দিল্লি পৌঁচেছেন। তাদের মধ্যে রয়েছেন ১৮ জুনের হামলায় আহত রাকবির সিংও। নিহত সুইন্দার সিংয়ের ভস্ম দিল্লিতে তার পরিবারের কাছে পৌঁছানো হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস 

ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফোরাম প্রেসিডেন্ট পুনীত চানডক বলেছেন, ‘আফগান সংখ্যালঘুদের ভারতে স্থানান্তর আমাদের সঙ্গে সমন্বয় করে শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি (এসজিপিসি) দ্বারা সহজতর করা হচ্ছে।’

এসজিপিসি সভাপতি হারজিন্ডার সিং ধামী বলেন, ‘এই ১১ জনের দিল্লি পৌঁছার খরচ বহন করেছে এসজিপিসি। এর কারণ হলো তাদর নিরাপদে আফগানিস্তান থেকে দিল্লি পৌঁছে দেওয়ার দায়িত্বটা ছিল গুরুত্বপূর্ণ।’

চানদক বলেন, এসজিপিসি, আফগান হিন্দু এবং শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। কাবুলের গুরুদ্বার হার রাই সাহিবে ২০২০ সালের মার্চ হামলার পর শত শত শিখ ও হিন্দুকে বিভিন্ন দফায়  আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও ১৫০ জন হিন্দু ও আফগান শিখ দেশটিতে রয়েছেন। ১৮ জুনের হামলার পর ভারত সরকার ১১১টি ভিসা ইস্যু করেছে। আরো কিছু ভিসা আপাতত স্থগিত আছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়