শিরোনাম

প্রকাশিত : ২১ মে, ২০২৪, ০১:১৫ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৪, ০৬:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারিবারিক সহিংসতার অভিযোগে অস্ট্রেলিয়ায় ৫৫৪ জন গ্রেপ্তার

সাজ্জাদুল ইসলাম: [২] আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঘরোয়া ও পারিবারিক সহিংসতার অভিযোগ করা হয়েছিল। গত বুধবার থেকে শনিবার পর্যন্ত চলা ‘অপারেশন অ্যামারক ৬’-এর আওতায় অস্ট্রেলিয়ার সিডনিসহ নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ ৫৫৪ জনকে গ্রেপ্তার করে। সূত্র: ফ্রান্স ২৪

[৩] কর্তৃপক্ষ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ২২৬ জন মারাত্মক নির্যাতনকারী। পুলিশ তাদের আগে থেকেই খুঁজছিল। পুলিশের কাছে থাকা ১ হাজারের বেশি অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়।

[৪] পারিবারিক সহিংসতা, বিশেষত নারীদের প্রতি নির্যাতনের বিষয়টি নিয়ে কয়েক মাস ধরেই অস্ট্রেলিয়া উত্তাল। দেশটির বিভিন্ন স্থানে পারিবারিক সহিংসতা ও নারী নির্যাতন রোধে আন্দোলন চলছে।

[৫] এমনকি গত এপ্রিলে দেশটির রাজধানী ক্যানবেরায় এমন একটি আন্দোলনে অংশ নেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

[৬] গত বছরের পরিসংখ্যান অনুযায়ী, অস্ট্রেলিয়ায় প্রতি ১১ দিনে একজন নারী এবং ৯১ দিনে একজন পুরুষ পারিবারিক সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন। এমন নির্যাতনের শিকার হয়ে চলতি বছরে ৪৬ জনের মৃত্যু হয়েছে।

এসআই/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়