শিরোনাম

প্রকাশিত : ১৯ মে, ২০২৪, ১০:০৮ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৪, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরাকান আর্মির শহর দখল, বাড়িঘর জ্বালিয়ে ফের রোহিঙ্গাদের বিতাড়ন

সাজ্জাদুল ইসলাম: [২[ মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহীদের দল আরাকান আর্মি শনিবার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বুথিয়াডাং শহরটি দখল করে নেয়। সম্প্রতি সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধে আরাকান আর্মির সিরিজ জয়ের সর্বশেষ সাফল্য এ শহরটি দখল। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড। 

[৩] ২০১৭ সালে সেনাবাহিনীর পরিচালিত হামলা, গণহত্যা ও জাতিগত নির্মূল অভিযানের শিকার হয়েছিলেন রাজ্যটির সংখ্যা লঘু রোহিঙ্গা মুসলিমরা। বুথিয়াডং শহরের এই যুদ্ধেরও মূল শিকারে পরিণত হয়েছেন রোহিঙ্গারা।

[৪] আরাকান আর্মি দাবি করেছে যে তারা মিয়ানমার জান্তার সেনাবাহিনীকে বুথিয়াডং শহর থেকে বিতাড়িত করেছে। শহরটির রোহিঙ্গাদের বাড়িঘর পুড়িয়ে দিয়ে তাদেরকে সেখান থেকে পালিযে যেতে বাধ্য করা হচ্ছে।

[৫] বার্তা সংস্থা এপি জানায়, শহরটিতে রোহিঙ্গাদের বাড়িঘর কারা জ্বালিয়ে দিচ্ছে তা নিয়ে পরস্পর বিরোধী খবর পাওয়া যাচ্ছে। এলাকাটিতে ইন্টারনেট, মোবাইল ফোন সার্বিস না থাকায় বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না।

[৬] আরাকান আর্মির মুখপাত্র খাইং থুখা অজ্ঞাত স্থান থেকে এপিকে পাঠানো এক লিখিত বার্তায় জানান, তাদের দল সবগুলো সামরিক ফাঁড়ি কব্জা করার পর বুথিডং শহরটি দখল করেছে। 

[৭] প্রশিক্ষণপ্রাপ্ত ও ভারী অস্ত্র সজ্জিত জাতিগত রাখাইন বৌদ্ধদের সশস্ত্র সংগঠন হল আরাকান আর্মি। মিয়ানমারের সংখ্যালঘু জাতিগোষ্ঠীর একটি হল রাখাইনরা। তারা মিয়ানমার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সায়ত্বশাসনেরজন্য লড়াই করছে।

[৮] চীন সীমান্তের কাছে রাখাইনের মিত্র বিদ্রোহী জোটের শরিক কাচিন আর্মি চীন সীমান্তের কাছে কৌশলগত গুরুত্ব অনেক এলাকা জান্তার বাহিনীর কাছ থেকে দখল করে নিয়েছে।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়