শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৮ মে, ২০২৪, ০৭:৪০ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২৪, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমার জান্তাদের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে পশ্চিমা স্বেচ্ছাসেবী যোদ্ধারা

ইমরুল শাহেদ: [২] স্বেচ্ছাসেবকরা বলছেন, তারা মিয়ানমারের প্রতিরোধ যুদ্ধে অনুপ্রাণিত হয়েছেন। তারা বলেন, তিন বছর আগে মিয়ানমার সেনাবাহিনী জোর করে ক্ষমতা দখল করলে তাদের হঠাতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিল দেশটির বাসিন্দারা। কিন্তু তাদের এ শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালায় জান্তাবাহিনী। পরবর্তীতে আন্দোলনকারীরা জান্তার বিরুদ্ধে বিদ্রোহ করে। তাদের এই সাহস দেখেই প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে পশ্চিমা যোদ্ধারা যোগ দিয়েছেন। সূত্র: আল-জাজিরা  

[৩] পিডিএফ-জোল্যান্ড নামে একটি প্রতিরোধ গোষ্ঠী সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট একটি ছবিতে দু’জন বিদেশি নাগরিক বা স্বেচ্ছাসেবীকে দেখা যায়। তাদের মধ্যে একজন মার্কিন স্বেচ্ছাসেবী আজাদ (ছদ্মনাম) এবং তার সঙ্গে আছেন একজন ব্রিটিশ স্বেচ্ছাসেবক জেসন (ছদ্মনাম)।

[৪] তবে মিয়ানমারজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সশস্ত্র গোষ্ঠীর মোট সংখ্যা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। 

[৫] জেসন (ছদ্মনাম) ২০০৯ সাল থেকে চার বছর ব্রিটিশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন। আফগানিস্তানেও থেকেছেন সাত মাস। জেসন বলেন, মিয়ানমারে জান্তা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে আট সপ্তাহ সম্মুখ সারিতে থেকে লড়ার পর গত এপ্রিলের শেষ দিকে পূর্ব মিয়ানমার থেকে তিনি দেশে ফেরেন। জেসন বলেন, ‘আমি ভাড়াটে যোদ্ধা নই। যে পক্ষকে সঠিক বলে মনে করি তাদের জন্য যুদ্ধ করি।’ 

[৬] বিদেশি স্বেচ্ছাসেবীদের বাইরে মিয়ানমারে খ্রিষ্টান মানবাধিকার গোষ্ঠী ফ্রি বার্মা রেঞ্জারস (এফবিআর) ১৯৯০ সাল থেকে কাজ করছে। আন্তর্জাতিক এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের তারা পূর্ব মিয়ানমারের জাতিগত রাজ্যগুলোতে নিয়ে যায় যেখানে সংখ্যালঘুরা সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে। সম্পাদনা: এম খান

আইএস/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়