শিরোনাম

প্রকাশিত : ৩০ জুন, ২০২২, ১০:০৯ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২২, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নূপুর শর্মাকে গ্রেফতার করে আইনি শাস্তির দাবি জানালেন ওয়াইসি

রাশিদুল ইসলাম : ভারতে মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, ‘নূপুর শর্মাকে বিজেপি থেকে সাসপেন্ড করাই যথেষ্ট নয়, তাকে গ্রেফতার করা উচিত। তিনি বলেন, আইন কারও হাতে তুলে নেওয়ার  অধিকার নেই। দেশের সংবিধান অনুযায়ী শান্তিপূর্ণ প্রতিবাদ হওয়া উচিত। অবশ্যই  আমাদের দাবি হল, নূপুর শর্মাকে ভারতীয় আইন অনুযায়ী তাকে গ্রেফতার করা উচিত। দোষী সাব্যস্ত হলে আদালত তাকে সাজা দিক। এবং নূপুর শর্মাকে গ্রেফতার করা জরুরি। কারণ, তাকে যে সাসপেন্ড করা হয়েছে, সেই সাসপেনশন কোনও শাস্তি নয়। আইনি তৎপরতা প্রয়োজন।’ পারসটুডে  

আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ধর্মান্ধতা শুধু দেশের একটি সমাজে নয়, সব সমাজে বাড়ছে। এবং যেভাবে হত্যা করা হয়েছিল রাকবর খান, পেহলু খান, আখলাককে হত্যা করা হয়েছিল, বাঙালি এক মুসলিম শ্রমিককে হত্যা করে ভিডিও করা হয়েছিল, তাকে পুড়িয়ে মারা হয়েছিল, এ সবও সন্ত্রাসী ঘটনা বলে মন্তব্য করেন ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি।    

  • সর্বশেষ
  • জনপ্রিয়