শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ১৮ মে, ২০২৪, ০২:৪৬ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২৪, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাফাহ’য় হামলা বন্ধে ১৩ দেশের চিঠি 

সাজ্জাদুল ইসলাম: [২] ইসরায়েল সরকারের কাছে দেওয়া পশ্চিমা দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এ চিঠিতে বলা হয়েছে, ইসরায়েলকে গাজায় আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। এসব দেশ ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত। সূত্র: এএফপি

[৩] চিঠি দেয়া দেশগুলো হল: অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যদেশ ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও সুইডেন।

[৪] পাঁচ পাতার একটি চিঠিতে এ দেশগুলোর মন্ত্রীরা সই করে তা ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজের হাতে হস্তান্তর করেছেন। একই সঙ্গে সে চিঠি জনসম্মুখেও প্রকাশ করেছেন তারা।

[৫] ওই চিঠিতে বলা হয়েছে, ‘আমরা রাফাহ’য় পূর্ণ মাত্রার সামরিক অভিযানের বিরোধিতা পুনর্ব্যক্ত করছি, যা বেসামরিক জনগণের ওপর বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে।’ স্বাক্ষরদাতা পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, ‘আমরা ইসরায়েল সরকারকে রাফাসহ সব প্রাসঙ্গিক ক্রসিং পয়েন্ট দিয়ে গাজা উপত্যকায় মানবিক সহায়তা ঢুকতে দেয়ার অনুরোধ করছি।’ 

[৬] এই ১৩ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পক্ষ থেকে গাজায় ত্রাণ সরবরাহ সুবিধা উন্নত করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার সাম্প্রতিক পদক্ষেপের প্রশংসা করা হয়। তবে একই সঙ্গে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে চিঠিতে। চিঠিতে যুক্তরাষ্ট্র বাদে জি-৭ ভুক্ত দেশগুলো রয়েছে।

[৭] গাজায় হামলা শুরুর অস্টম মাসে রাফাহ শহরে ব্যাপক স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী।  এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ জানিয়ে আসছে। কারণ, রাফাহ শহরটিতে ১৫ লাখ আশ্রয়হীন মানুষ অবস্থান করছে। সম্পাদনা: রাশিদ  

এসআই/আর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়