শিরোনাম
◈ তিব্বতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করবে চীন, ক্ষতিগ্রস্ত হতে পারে ভারত ও বাংলাদেশ ◈ সচিবালয়ে মধ্যরাতে আগুন, রাজনীতিবিদসহ নেটিজেনদের নানা প্রশ্ন, উত্তর নেই ◈ `ওবায়দুল কাদের ছবি তুলতে যে সময় লাগে তা দলে ব্যয় করলে আ.লীগের খারাপ পরিণতি হতো না' ◈ পুলিশকে মারধর করে আসামি ছিনতাই, বিএনপি নেতাসহ ৭৭ জনের বিরুদ্ধে মামলা ◈ ধামরাইয়ে  বনিক সমিতির নির্বাচনে যুবদলের দুই গ্রুপে সংঘর্ষে আহত ১০ ◈ দুবাইফেরত বাংলাদেশ বিমানের উড়োজাহাজ জব্দ ◈ সচিবালয়ে আগুন: প্রাথমিক প্রতিবেদন ৩ দিনের মধ্যে দিতে নির্দেশ ◈ অস্ট্রেলিয়ার ক্রিকেটার কনস্টাসের সাহসী ব্যাটিংয়ের নেপথ্যে বাংলাদেশি তাহমিদ ইসলাম ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ নির্দেশ দিল তাবলিগ জামাতের দুপক্ষকেই   ◈ অস্ট্রেলিয়ান কনস্টাসকে ধাক্কা মারার খেসারত দিলেন বিরাট কোহলি

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ১০:২৯ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৪, ০৬:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনায় বৃদ্ধার আগুনে পুড়ে মরল তিন সমকামী নারী

সাজ্জাদুল ইসলাম: [২] আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের একটি বোর্ডিংয়ে এ ঘটনা ঘটে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম বুয়েন্স আয়ার্স হেরাল্ড এ খবর জানিয়েছে। সূত্র: রয়টার্স

[৩] পত্রিকাটি জানায়, গত ৬ মে ওই বৃদ্ধ সমকামী নারীদের বোর্ডিং রুমে ঢুকে একটি মলটোভ ককটেল ছুড়ে মারেন। এতে পামেলা ফাবিয়ানা কোবাস নামের এক নারী তাৎক্ষণিকভাবে প্রাণ হারান। তার সমকামী সঙ্গী মার্সেডেস রোক্সানা ফিগুয়েরোয়া দুই দিন পর অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে মারা যান। আর তৃতীয় নারী আন্দ্রেয়া আমারত্নে গত ১২ মে মারা যান।

[৪] অগ্নিকাণ্ডে আহত চতুর্থ নারী ৪৯ বছর বয়সী সোফিয়া ক্যাসট্রোরিগলোস এখনো হাসপাতালে আছেন। তবে তিনি বেঁচে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

[৫] জুস্তো ফার্নান্দো বারিয়োন্তোস নামের ৬২ বছর বয়সী বৃদ্ধা ওই সমকামী নারীদের ওপর হামলা চালান। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, দাহ্যপদার্থে চোবানো একটি ন্যাকড়া তিনি ওই নারীদের রুমে ছুড়ে মারেন। এরপর সেখানে আগুন ধরে যায়। 

[৬] ওইদিন রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। তবে ওই সময় তিনি আহত ছিলেন। ফলে প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সমকামী নারীদের ওপর হামলাকারী বৃদ্ধা ক্ষুব্ধ ছিলেন। এর আগেও তিনি তাদের একাধিকবার তাদেরকে এ জন্য হুমকি দিয়েছিলেন।

[৭] ধর্মীয় বিধিবিধানে সমকামিতা একটি জঘন্য অপরাধ। ফলে বেশিরভাগ দেশেই এটি নিষিদ্ধ রয়েছে। তবে ২০১০ সালে আর্জেন্টিনায় এটিকে বৈধতা দেওয়া হয়। পশ্চিমা দেশগুলোতে অবশ্য সমকামীতাকে বৈধতা দেওয়া হয়েছে। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়