এম খান: [২] ভারতের বিজেপি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এ অভিযোগ তুলে প্রশ্ন করলেন, ‘পাঁচ বছর ধরে কংগ্রেসের শাহজাদা(রাহুল গান্ধী) একটাই কথা বলেন। রাফায়েল নিয়ে যখন কিছু হয়নি, তখন নতুন মন্ত্র পড়তে শুরু করে তিনি। ব্যবসায়ীদের নাম নিয়ে আক্রমণ করতেন। ধীরে ধীরে তিনি এখন আর অম্বানী-আদানিদের নাম নেন না। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাহুল তাঁদের নিয়ে আর কোনও কথা বলছেন না। অম্বানী এবং আদানিকে নিয়ে বাজে কথা বলাও বন্ধ করেছেন। আমি তেলঙ্গানার মাটি থেকে তাঁকে প্রশ্ন করতে চাই, অম্বানীদের থেকে কত টাকা নিয়েছেন তিনি? বিষয়টি গোলমেলে। পাঁচ বছর ধরে গলা ফাটিয়ে রাতারাতি কেন চুপ করে গেলেন তিনি?’ সূত্র: আনন্দবাজার
[৩] বুধবার তেলঙ্গানার একটি জনসভায় যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদি। সূত্র: এনডিটিভি
[৪] মোদির অভিযোগ প্রসঙ্গে পাল্টা মুখ খুলেছেন রাহুলের বোন তথা কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। প্রিয়ঙ্কা বলেন, ‘‘এই সব অভিযোগ করার আগে প্রধানমন্ত্রী বলুন, দেশের সম্পত্তি তিনি কাদের হাতে তুলে দিয়েছেন?’’
আপনার মতামত লিখুন :