শিরোনাম
◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে ◈ অস্ট্রেলিয়ার তা-বে উড়ে গেলো ইংল্যান্ড  ◈ নারী দলের লঙ্কান কোচকে ২০ বছরের নিষেধাজ্ঞা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার (ভিডিও) ◈ খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলা-সংঘর্ষ, গুলি (ভিডিও) ◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও

প্রকাশিত : ০৮ মে, ২০২৪, ০১:৩৭ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৪, ০১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিনা নোটিশে গণছুটিতে পাইলটরা, সঙ্কটে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস 

ইমরুল শাহেদ: [২] কিছুদিন আগেই ভয়ানক সঙ্কটে পড়েছিল ভিস্তারা। পাইলট, কেবিন ক্রু-দের বিক্ষোভের কারণে একের পর এক বিমান বাতিল করতে হয় টাটা গ্রুপের মালিকানাধীন ভিস্তারা বিমান পরিবহণ সংস্থাকে। এই সঙ্কট মিটতে না মিটতেই এবার সমস্যায় পড়ল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। সূত্রের খবর, রাতভর বিনা নোটিশে বিমান পরিবহণ সংস্থার সমস্ত পাইলট ও কেবিন ক্রুরা গণছুটিতে ছিলেন। ফলে একদিনেই ৭৮টিরও বেশি বিমান বাতিল করতে হয় সংস্থাকে। সূত্র: দি ওয়াল

[৩] এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্র বলছেন, ‘কোনও নোটিশ না দিয়েই পাইলট, বিমানকর্মীরা অসুস্থ বলে ছুটি নিয়ে নেন। এর ফলে সমস্ত বিমান বাতিল করতে হয়। যাত্রীরাও হয়রানির মুখে পড়েন। প্রভূত ক্ষতি হয়েছে সংস্থার।’

[৪] কী কারণে বিমানকর্মীরা এমন কাণ্ড ঘটালেন তা এখনও সংস্থার তরফে জানানো হয়নি। তবে সূত্রটি জানিয়েছে, বেতনের পরিবর্তিত কাঠামো নিয়ে ক্ষোভ জমছিল দীর্ঘদিন ধরেই। কর্মীরা আগেই বিক্ষোভ দেখিয়েছিলেন। তাতে কাজ না হওয়ায় অসুস্থতার দোহাই নিয়ে কার্যত গণছুটি নিয়েছেন পাইলটরা। এদিকে কাজে আসছেন না বিমানকর্মীরাও। ফলে রীতিমতো ভরাডুবি হয়েছে।

[৫] এর মধ্যেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান বাতিল নিয়ে সংস্থাটির কাছে সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে সরকার। জানা গেছে, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রালয়ের পক্ষ থেকে কর্মী সঙ্কটের কারণ জানতে চাওয়া হয়েছে। বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এ নিয়ে ভিস্তারার কাছে রিপোর্ট চেয়েছেন। কেন এত বিমান বাতিল করতে হচ্ছে, এত অর্থ দিয়ে টিকিট কিনেও কেন হেনস্থা হতে হচ্ছে যাত্রীদের। জানা গেছে, সংস্থা থেকে পাইলটদের একটি মেল পাঠিয়ে দ্রুত নতুন বেতন কাঠামোয় সই করতে বলা হয়েছে। অন্যথায় কড়া পদক্ষেপের কথা বলা হয়েছে। আর তাতেই বেঁকে বসেন পাইলটদের একাংশ। সম্পাদনা: রাশিদ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়