শিরোনাম

প্রকাশিত : ২৯ জুন, ২০২২, ০২:০৭ রাত
আপডেট : ২৯ জুন, ২০২২, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই থেকে গাড়ির দাম বাড়াচ্ছে টাটা মোটরস

ছবি: এনডিটিভি

আন্তর্জাতিক ডেস্ক: বাণিজ্যিক গাড়ির দাম ১ দশমিক ৫ শতাংশ থেকে ২ দশমিক ৫ শতাংশ বাড়াতে যাচ্ছে টাটা মোটরস। আজ মঙ্গলবার কোম্পানিটি জানায়, ১ জুলাই থেকে নতুন এ নীতিমালা কার্যকর হতে যাচ্ছে। খবর এনডিটিভি।

সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন শিল্প উপকরণের দাম বৃদ্ধিতে গাড়ি নির্মাণ ব্যয় বেড়ে যাচ্ছে। এর ফলে বাণিজ্যিক গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতভিত্তিক গাড়ি নির্মাতা জায়ান্টটি। তবে কোন গাড়ির দাম কতটুকু বাড়বে তা নির্ভর করছে গাড়ির মডেল ও ধরণ অনুযায়ী।

এর আগে চলতি বছরের এপ্রিলে যাত্রীবাহী যানবাহনের দাম ১ দশমিক ১ শতাংশ ও বাণিজ্যিক যানবাহনের দাম ২ দশমিক ৫ শতাংশ বাড়িয়েছিল টাটা মোটরস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়