শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে

প্রকাশিত : ০২ মে, ২০২৪, ০৯:০৪ সকাল
আপডেট : ০২ মে, ২০২৪, ০৬:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদির প্রতিদ্বন্দ্বী কৌতুক অভিনেতা

সাজ্জাদুল ইসলাম: [২] ভারতের লোকসভা নির্বাচনে বারানসি আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়বার বুধবার এ ঘোষণা দেন কৌতুক অভিনেতা শ্যাম রঙ্গিলা। তিনি মূলত মোদিকে ‘নকল’ করেই বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। এখন ভোটের ময়দানে সেই মোদিকেই চ্যালেঞ্জ জানাতে যাচ্ছেন শ্যাম রঙ্গিলা। সূত্র: এনডিটিভি

[৩] সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে রঙ্গিলা বলেন, উত্তর প্রদেশের বারানসি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পর সবার কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছেন, তাতে তিনি উচ্ছ্বসিত।

[৪] রঙ্গিলা আরও বলেন, তিনি বারানসিতে যাওয়ার পর সবার উদ্দেশে শিগগির একটা ভিডিও বার্তা দেবেন। এর মাধ্যমে তিনি মনোনয়ন ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তার অবস্থান তুলে ধরবেন।

[৫] গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রঙ্গিলা বলেন, ২০১৪ সালে তিনি প্রধানমন্ত্রী মোদির অনুসারী ছিলেন। মোদিকে সমর্থন করে তিনি অনেক ভিডিও শেয়ার করেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেও ভিডিও শেয়ার করা হয়েছে। 

[৬] রঙ্গিলা বলেন, এসব ভিডিও দেখে কেউ বলতে পারেন, তিনি আগামী ৭০ বছর শুধু বিজেপিকেই ভোট দেবেন। কিন্তু গত ১০ বছরে পরিস্থিতি বদলে গেছে। তিনি এখন প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে লোকসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

[৭] রঙ্গিলা আরও বলেন, তার প্রার্থিতা বারানসির ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে বিকল্প প্রার্থী বাছাইয়ের সুযোগ দেবে, যে ধরনের সুযোগ সুরাট ও ইন্দোর আসনে নেই। তাই তিনি চলতি সপ্তাহেই বারানসিতে যাবেন। প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে তার মনোনয়নপত্র জমা দেবেন। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়