শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৪, ১২:২৪ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৪, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৪

সাজ্জাদুল ইসলাম: [২] নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান ও ড্রোন হামলায় তিন জন এবং গাজা সিটিতে আরও দুই জনসহ সোমবার ২৪ ঘণ্টায় অন্তত ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা এ খবর জানিয়েছে। সূত্র: আল-জাজিরা

[৩] সিনিয়র হামাস নেতা ওসামা হামাদান আল-জাজিরাকে বলেছেন, ‘ফিলিস্তিনি জনগণের ওপর হামলা বন্ধের বিষয়টি কোন উদারতা নয়।’

[৪] স্থায়ী যুদ্ধবিরতির হামাসের দাবির পরিবর্তে ৪০ দিনের যুদ্ধবিরতির ইসরায়েলি প্রস্তাব মেনে নিতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এমন প্রেক্ষাপটে হামাদান উপরোক্ত মন্তব্য করেন।

[৫] মার্কিন পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র বলেছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ইসরায়েলের ওপর কোন কর্তৃত্ব নেই। ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রীরা বলেছে, জিম্মিদের মুক্তির ব্যাপারে প্রধানমন্ত্রী নেতানিয়াহু কোন চুক্তি করলে তারা তার সরকার থেকে বের হয়ে যাবেন বলে ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে ওই মুখপাত্র এমন মন্তব্য করলেন।

[৬] গত ১৮ এপ্রিল নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের পক্ষে শিবিরস্থাপন করে বিক্ষোভ শুরুর পর সারা যুক্তরাষ্ট্রে এমন বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ছাত্র বিক্ষোভ দমনে পুলিশ সেখান থেকে শতাধিক শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করে। সেই থেকে দেশটিতে ৯শ’রও শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।

[৭] টিআরটি ওয়ার্ল্ড জানায়, গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার ২০৭তম দিন মঙ্গলবার (৩০ এপ্রিল)। দখলদার ইসরায়েলের হামলায় অবরুদ্ধ উপত্যকাটিতে অন্তত ৩৪,৪৮৮ ফিলিস্তিনি নিহত এবং ৭৭,৬৪৩ জন আহত এবং ৮,৪০০ নিখোঁজ রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। সম্পাদনা: রাশিদ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়