শিরোনাম

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৪, ০৫:১৯ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৪, ০৫:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যর্থ প্রেমে আত্মহত্যা করলে প্রেমিকা দায়ী নন বলছে দিল্লি হাইকোর্ট

রাশিদুল ইসলাম: [২] যদি প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর  কোনো প্রেমিক আত্মহত্যা করেন, তার জন্য প্রেমিকা দায়ী থাকবেন না। তার বিরুদ্ধে জবাবদিহিতা চাওয়া যাবে না। দিল্লি হাইকোর্ট এমন রায় দিয়েছে বুধবার। এনডিটিভি

[৩] আদালতের নির্দেশনা বলা হয়েছে, দুর্বল ও ভঙ্গুর মানসিকতার জন্য যদি একজন পুরুষ এমন ভুল সিদ্ধান্ত নেন তাহলে প্রেমিকাকে দায়ী করা যাবে না। আত্মহত্যার প্ররোচণায় দুই ব্যক্তিকে গ্রেপ্তারপূর্ব জামিন আবেদন নিয়ে শুনানিকালে এমন পর্যবেক্ষণ দেয় আদালত।

[৪] বিচারক অমিত মহাজন আরও বলেছেন, যদি ব্যর্থ প্রেমের কারণে একজন প্রেমিক আত্মহত্যা করেন, যদি পরীক্ষায় বাজে ফলের কারণে কোনো শিক্ষার্থী আত্মহত্যা করেন, যদি কোনো ক্লায়েন্টের মামলা খারিজ করে দেয়ার কারণে তিনি আত্মহত্যা করেন, তাহলে ওই প্রেমিকা, পরীক্ষার্থী এবং আইনজীবিকে আত্মহত্যার জন্য দায়ী করা যাবে না। 

[৫] বিচারক একজন নারী ও তার এক বন্ধুর জন্য আগাম জামিনের শুনানিকালে আদালত এই মন্তব্য করেন। ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তাদের উস্কানিতে ২০২৩ সালে একজন পুরুষ আত্মহত্যা করেছেন। নিহত ব্যক্তির পিতা থানায় অভিযোগে বলেছেন, আগে থেকেই তার ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই যুবতীর। একই সঙ্গে তিনি অন্য এক যুবকের সঙ্গে প্রেম করতে থাকেন।

[৬] দ্বিতীয় যুবক তাদের দু’জনেরই বন্ধু। ওই যুবতীর দ্বিতীয় প্রেমিক প্রথম প্রেমিকের কাছে জানায় যে, যুবতীর সঙ্গে তার শারীরিক সম্পর্ক আছে এবং তারা খুব তাড়াতাড়িই বিয়ে করতে যাচ্ছেন। এ কথা শুনে প্রথম প্রেমিক আত্মহত্যা করেন।

[৭] মৃত যুবকের মা তার রুম থেকে মৃতদেহ উদ্ধার করেন। সেখানে পাওয়া একটি আত্মহত্যার চিরকুটে তিনি লিখে যান ওই যুবতী ও তার দ্বিতীয় প্রেমিকের কারণে আত্মহত্যা করেছেন। আদালত এটা আমলে নিয়ে বলেছে, চিরকুটে নাম উল্লেখ করে গেছেন মৃত ব্যক্তি। কিন্তু তার অর্থ এই নয় যে, আত্মহত্যায় প্ররোচণা দিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়