শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৪, ১২:৪৮ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৪, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলে ইরানের হামলার নিন্দা পশ্চিমা দেশগুলোর

সাজ্জাদুল ইসলাম: [২] ইসরায়েলে ইরানের হামলার নিন্দা করেছে পশ্চিমা খ্রিস্টান দেশগুলো। ১লা এপ্রিল আন্তর্জাতিক আইন লংঘন করে দামেশকের ইরানি কন্সুলেটে ইসরায়েলি বিমান হামলায় শীর্ষ সামরিক কমান্ডারসহ ৭ জন নিহত হন। এর প্রতিশোধ হিসেবে শনিবার ইরান নিজ ভূখণ্ড থেকে ইসরায়েলের ওপর এ হামলা চালায়। সূত্র : আনাদোলু 

[৩] ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এক বিবৃতিতে অভিযোগ করেছেন, ইরান তার আঙ্গিনায় বিশৃঙ্খলার বীজ বপন করছে।

[৪] তিনি আবারও বলেন, ব্রিটেন ইসরায়েলের পাশে থাকবে। এ ছাড়া আমাদের আঞ্চলিক অংশীদার দেশ জর্ডান ও ইরাকের পাশেও থাকবে লন্ডন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এক্স এ দেওয়া এক বিবৃতিতে বলেন, ইসরায়েলে ইরানের বেপরোয়া হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনার আগুন আরও প্রজ্জ্বলিত হবে। 

[৫] ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস অতিরিক্ত জঙ্গী বিমান ও আকাশে পুণজ্বালানি ট্যাংকার পাঠানোর কথা ঘোষণা করেছেন।

[৬] ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেজারন বলেছেন, ফ্রান্স ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার তীব্র নিন্দা জানাচ্ছেন।

[৭] সামরিক সংঘাতের বিস্তার ঘটানোর জন্য ইরানকে দোষারোপ করে তিনি বলেন, ফ্রান্স ইসরায়েলের নিরাপত্তার প্রতি প্যারিসের সম্পৃক্ততারা পুণর্ব্যক্ত করে দেশটির সঙ্গে তাদের সংহতি প্রকাশ করেন।

[৮] ফরাসী মন্ত্রী বলেন, মিত্রদের সঙ্গে মিলে পরিস্থিতি শান্ত করতে ও সংঘাতের বিস্তার ঠেকাতে জরুরি ভিত্তিতে তারা কাজ করবেন। ইসরায়েলি গণহত্যার অন্যতম মদদদাতা জার্মানি ইরানের হামলার তীব্র নিন্দা করে অবিলম্বে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

[৯] ইতালি নেদারল্যান্ড, ডেনমার্ক ও ইইউ এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা এ সংঘাতের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিক এন্তোনিও গুতেরেসও এক বিবৃতিতে ইরানের হামলার নিন্দা জানিয়েছেন। তিনি অবিলম্বে এ সংঘাত অবসানের আহ্বান জানিয়েছেন। সম্পাদনা: রাশিদ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়