শিরোনাম

প্রকাশিত : ২৭ জুন, ২০২২, ০৯:৪৬ সকাল
আপডেট : ২৭ জুন, ২০২২, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিটলারের পথে হাটছে ভারত

আসাদউদ্দিন ওয়াইসি

মাকসুদ রহমান: ভারতীয় সংসদ সদস্য এবং ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিনের (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বিজেপির সমালোচনায় বলেছেন, বিজেপির ১১টি রাজ্য সরকারের মাঝে কেবল একজন মুসলিম। পার্স টুডে

ওয়াইসি আরো বলেন, ভারত হিটলারের পথে যাচ্ছে। দেশটিতে মুসলমানদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে। অ্যাঙ্করের প্রশ্নের জবাবে ওয়াইসি বলেন, এমন হয়েছে যে হিটলার তার সময়ে হিটলারগিরি করতেন। জার্মানিতে ইহুদিদের থেকে হুমকি, ফল কী হল! লাখ, লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে রেখে মেরে ফেলা হল। আমরাও কী দেশকে একই পথে নিয়ে যাব? আমরা চাই না এমনটা হোক। 

বড় বড় বিশ্লেষকরা বলেছেন, ভারত সেই পথেই যাচ্ছে। ‘ইউনিফর্ম সিভিল কোড’ প্রসঙ্গকে কটাক্ষ করে তিনি বলেন, যারা এই আইনের কথা বলছেন, তারা মদ নিষিদ্ধ করবেন না, কারণ তাহলে ‘টনিক’ আসবে কোথা থেকে? এ সময়ে তিনি গোয়ায় জারি করা আইন নিয়েও বিজেপিকে নিশানা করেন। 
উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনে হেরে যাওয়া প্রসঙ্গে ওয়াইসি বলেন, নির্বাচনে লড়াই কারাটাই তার কাজ ছিল। ভারতে মুসলিম ভোট ব্যাংক নেই, আছে হিন্দু ভোট ব্যাংক। প্রদেশটির মুসলিমরা প্রতারিত হয়েছে বলেও মন্তব্য করেন ব্যারিস্টার ওয়াইসি। সম্পাদনা: মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়