শিরোনাম

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৪, ০৮:১১ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৪, ০৮:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবি জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের

এম খান: [২] গাজা উপত্যকায় সম্ভাব্য যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার দাবি করেছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল। সূত্র: আলজাজিরা

[৩] একইসঙ্গে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধের দাবি জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে। সূত্র: এএফপি
 
[৪] ৪৭ সদস্যের সংস্থাটিতে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ২৮টি। বিপক্ষে ৬টি ও ভোট দেওয়া থেকে বিরত থাকে ১৩ দেশ।

[৫] জেনেভায় ইসরায়েলের রাষ্ট্রদূত মেরাভ ইলন শাহার এই প্রস্তাবকে মানবাধিকার কাউন্সিল ও জাতিসংঘের জন্য একটি ক্ষত বলে নিন্দা করেছেন।

[৬] প্রস্তাবে আন্তর্জাতিক মানবাধিকার আইনের আরও লঙ্ঘন ও সব ধরনের মানবাধিকার লঙ্ঘন রোধ করতে ইসরায়েলের কাছে অস্ত্র, গোলাবারুদসহ অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রি, হস্তান্তর বন্ধে দেশগুলোর কাছে আহ্বান জানানো হয়েছে।

[৭] আন্তর্জাতিক বিচার আদালত গাজায় গণহত্যার যে ঝুঁকির কথা জানিয়েছিল সে বিষয়েও প্রস্তাবে জোর দেওয়া হয়েছে।

[৮] শুক্রবার (৫ এপ্রিল) ওআইসির পক্ষে মানবাধিকার কাউন্সিলে প্রস্তাবটি পেশ করে পাকিস্তান। এতে দ্রুত যুদ্ধবিরতির ও জরুরি ত্রাণ প্রবেশের কথাও বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়