শিরোনাম
◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৪, ০৭:৩২ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৪, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের বিরুদ্ধে কাজ করছে ইসরায়েল: নেতানিয়াহু

এম খান: [২] সিরিয়ার রাজধানী দামেস্কোতে ইরানের কনস্যুলেট ভবনে মারাত্মক হামলার পর পাল্টা হামলার হুমকিতে ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়াামিন নেতানিয়াহু তার দেশের বিরুদ্ধে হামলাকারীদের প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন। সূত্র: এএফপি, বাসস

[৩] গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধের সপ্তম মাস ঘনিয়ে আসায় সেনাবাহিনীর যুদ্ধ ইউনিটের সদস্যরা যুদ্ধ থেকে বিরত থাকা এবং নির্দিষ্ট স্থানে জিপিএস সংকেত অবরুদ্ধ এবং ‘সতর্কতা’ জোরদার করার পর তিনি এই হুমকি দেন।

[৪] নেতানিয়াহু বলেছেন, ‘বছরের পর বছর ইরান আমাদের বিরুদ্ধে সরাসরি এবং প্রতিনিধি উভয়ের মাধ্যমে কাজ করে আসছে। তাই, ইসরায়েল ইরান এবং তার প্রতিনিধিদের বিরুদ্ধে রক্ষণাত্মক এবং আক্রমণাত্মকভাবে কাজ করছে।’

[৫] তিনি বলেন, ‘আমরা জানি কীভাবে নিজেদেরকে রক্ষা করতে হয় এবং যে কেউ আমাদের ক্ষতি করে বা আমাদের ক্ষতি করার চেষ্টা করলে আমরা তাদের ক্ষতি করব-এই সরল নীতি অনুসারে কাজ করব।’

[৬] সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্কোতে ইরানের কনস্যুলেট ভবনে সোমবারের হামলায় ১৬ জন নিহত হয় এবং দু’দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।

[৭] গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল যেমন গাজায় যুদ্ধ করেছে, তেমনি সিরিয়া ও লেবাননে ইরানি কর্মী ও মিত্রদের বিরুদ্ধেও হামলা জোরদার করেছে।

[৮] ইসরায়েল ইরান সমর্থিত লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর সাথে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্তে গুলি বিনিময় হচ্ছে।

[৯] ইসরায়েল দামেস্কে হামলার ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে বিশ্লেষকরা এটিকে ইরানের আঞ্চলিক প্রতিনিধিদের বিরুদ্ধে ইসরায়েলের প্রচার-প্রচারণার তীব্রতা হিসেবে দেখেছেন যাতে ব্যাপকভাবে যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়