শিরোনাম

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৪, ১০:২৭ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ১০:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন ও জাপান ভূমিকম্প 

ইমরুল শাহেদ: [২] সিনহুয়া জানায়, বৃহস্পতিবার সকালে দেশটিতে ভূমিকম্প অনুভূত হয়। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল কিংহাই প্রদেশের উত্তর-পশ্চিমে মাঙ্গা সিটিতে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল এবং ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫ রিখটার স্কেল। তবে এই ভূমিকম্প বুধবার তাইওয়ানের শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্পের আফটার শক কি না, তাও জানা যায়নি।

[৩] এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার তাইওয়ানের শক্তিশালী ভূমিকম্পের সময় জাপানের একটি অংশ কেঁপে উঠেছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে রিখটার স্কেল ৬.১ মাত্রায় জাপানের ফুকুশিমা অঞ্চলের উত্তর-পূর্বে ভূমিকম্প আঘাত হানে। তবে ওই ভূমিকম্প থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। 

[৪] এখনো পর্যন্ত ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির গভীরতা ছিল ৪০ কিলোমিটার। রাজধানী টোকিওতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়