শিরোনাম
◈ চিফ হিট অফিসার আতিককন্যা বুশরা কত টাকা বেতন পেতেন? ◈ জানলে চমকে যাবেন, সরকারের মেট্রোরেল মেরামতে সাশ্রয় হয়েছে কত টাকা?  ◈ নির্বাচনের সময় নিয়ে সরাসরি কথা বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সংস্কার নিয়ে সংলাপের চিন্তা: অগ্রাধিকার পাচ্ছে নির্বাচনি আইন ◈ (১৮ অক্টোবর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ ফরিদপুরে বাস খাদে পড়ে আহত ৩০, অলৌকিকভাবে উদ্ধার নবজাতক ◈ বাংলাদেশের ওয়ার্ক পারমিট বৈধতা স্থগিত করল ইতালি (ভিডিও) ◈ ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত প্রত্যেকের পরিবারকে ৩০ লাখ টাকা দেওয়া হবে ◈ হাসিনা সরকার বাইডেন প্রশাসনকে জানিয়েছিল পিটার হাস্‌কে নিয়ে অস্বস্তির কথা ◈ পুলিশের আরও চার কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ১০:০৬ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ১১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাইওয়ানে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, ২৬টি ভবন ধসে গেছে

রাশিদুল ইসলাম: [২] মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, তাইওয়ানের পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার একটি বড় ভূমিকম্প আঘাত হেনেছে। তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের মতে, ২৫ বছরের মধ্যে দ্বীপটিতে আঘাত হানার এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। সিএনএন/বিবিসি

[৩] ভূমিকম্পের কেন্দ্রস্থল পর্যটন শহর হুয়ালিয়েন থেকে প্রায় ১৮ কিলোমিটার (১১ মাইল) দক্ষিণে। রিখটার স্কেলে এটি ৬.৫ মাত্রার কম্পন সহ শক্তিশালী আফটারশকগুলি অনুসরণ করে। আগামী দিনে ৭ মাত্রার একাধিক শক্তিশালী আফটারশক হওয়ার শঙ্কা রয়েছে বলে তাইওয়ানের কর্মকর্তারা সতর্ক করেছেন।

[৪] তাইওয়ানের সেন্ট্রাল ইমার্জেন্সি কমান্ড সেন্টার জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ২৬টি ভবন ধসে পড়ার পর লোকজন আটকা পড়ে। মধ্য তাইওয়ানের একটি মহাসড়কে ভূমিধস ও পাথর ধসে অন্তত নয়জন আহত হয়েছেন। তাইওয়ান, জাপান এবং ফিলিপাইন সমস্ত ভূমিকম্প আঘাত হানার পর জারি করা সুনামি সতর্কতা বাতিল করেছে।

[৫] তাইওয়ানে গত ২৫ বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে তাইওয়ানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত আনে। তাতে ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়।

[৬] এদিকে জাপানের দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোতেও সুনামি সতর্কতা দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। তাদের সতর্কতা অনুযায়ী, তাইওয়ানের কাছে মিয়াকোজিমা দ্বীপসহ জাপানের কয়েকটি দ্বীপে শিগগিরই ১০ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়