শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২৪, ০৬:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জরিমানার ১৭ কোটি ৫০ লাখ ডলার পরিশোধ করলেন ট্রাম্প

ইমরুল শাহেদ: [২] সোমবার জরিমানার অর্থ পরিশোধ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে তার আইনজীবী অ্যালিনা হাববা বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাম্প তার জরিমানাকৃত অর্থ পরিশোধ করেছেন। এখন তার বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগ আপিল আদালতের মাধ্যমেই তিনি মোকাবিলা করবেন। সূত্র: এনডিটিভি

[৩] ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্পের বন্ডের এই ১৭ কোটি ৫০ লাখ ডলার ক্যালোফোর্নিয়া-ভিত্তিক ‘নাইট স্পেশালটি ইনস্যুরেন্স কোম্পানি’ দিয়েছে বলে জানা গেছে।

[৪] এনডিটিভির প্রতিবেদন জানিয়েছে, সম্পত্তির মূল্য সম্পর্কে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে হওয়া মামলায় গত মাসে ট্রাম্পকে প্রায় সাড়ে ৩৫ কোটি ডলার জরিমানা করেন নিউইয়র্কের বিচারক আর্থার এনগোরন, যা সুদসহ গত এক মাসে ৪৫ কোটি ৪০ লাখ ডলারে দাঁড়িয়েছে। এই অর্থ গত ২৫ মার্চের মধ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্যকে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। আর তা না দিতে পারলে ট্রাম্পের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পত্তির একাংশ জব্দ করা হতে পারে- এমন নির্দেশও দেয়া হয়।

[৫] টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের আইনজীবীরা প্রায় ৩০টি বিমা ও বন্ড কোম্পানির সঙ্গে যোগাযোগ করেও প্রয়োজনীয় অঙ্কের বন্ড আদায় করতে পারেননি। ট্রাম্পের সম্পত্তি বন্ধক রেখে কেউ  ঝুঁকি নিতে প্রস্তুত নন। ঋণ পেতে ট্রাম্প আগেই কিছু সম্পত্তি বন্ধক রাখার কারণেও সেটা সম্ভব হচ্ছে না বলে বার্তা সংস্থা এএফপির কাছে দাবি করেন সাবেক ফেডারেল কৌঁসুলি অ্যান্ড্রু ওয়াইসম্যান।

[৬] এমন অবস্থায় জরিমানার অর্থ কমানোর অনুরোধ জানিয়ে আদালতে আবেদন জানান ট্রাম্পের আইনজীবীরা। সেই অনুরোধের জবাবে ৪৫ কোটি ৪০ লাখ ডলারের জরিমানা কমিয়ে ১৭ কোটি ৫০ লাখ ডলার করেছেন বিচারক এনগোরন। একই সঙ্গে জরিমানার অর্থ জমা দিতে ট্রাম্পকে আরও ১০ দিন সময় দেয়া হয়েছিল। এই সময়ের মধ্যে জমা দিতে না পারলে পুরো অর্থই দিতে হবে বলেও জানানো হয়েছে। সম্পাদনা: ইকবাল খান  

আইএস/আইকে/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়