শিরোনাম

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৪, ০৫:২৮ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২৪, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমার জান্তা বাহিনী আরো সেনাঘাঁটি হারিয়েছে, নিহত ৫০ সেনা

ইমরুল শাহেদ: [২] এ তথ্য জানিয়েছে পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) এবং জাতিগত সশস্ত্র সংগঠন (ইএও)। তারা জানিয়েছে, পিডিএফ ও ইএও গত পাঁচদিনে দেশজুড়ে যেসব সেনাঘাঁটি দখল করেছে তার মধ্যে ব্যাটেলিয়ন সদর দপ্তরও রয়েছে। সূত্র: ইরাবতি

[৩] এসব ঘটনা ঘটেছে কাচিন ও কারেন রাজ্য এবং তানিনথরাই, বাগো ও সাগায়িং অঞ্চলে। কাচিন রাজ্যে সশস্ত্র সংগঠন কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ) ১১টি সেনাঘাঁটি দখলের কারণে চীনের সঙ্গে বাণিজ্য সড়কটিও জান্তা বাহিনীর হাতছাড়া হয়ে গেছে। 

[৪] নারিনজারা নিউজের প্রতিবেদনে বলা হয়, রাখাইন রাজ্যে আরাকান আর্মি (এএ) হামলা আরো তীব্র করেছে। এবার তারা জান্তা বাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ড আন টাউনশিপে হামলা শুরু করেছে। হামলার বিস্তার ঘটানো হয়েছে আশপাশের টাউনশিপগুলোতেও। জান্তা বাহিনীর যোগাযোগ ব্যবস্থাও ভেঙ্গে দেওয়া হয়েছে। 

[৫] প্রতিবেদনে জানানো হয়, আন-মিনবু রোডসহ রাখাইন রাজ্যের সঙ্গে অন্যান্য অঞ্চলের প্রধান সড়কগুলোতে সংঘর্ষ শুরু হয়েছে। এতে দুই পক্ষেই হতাহতের ঘটনা ঘটছে এবং রাখাইন রাজ্য ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সম্পাদনা: ইকবাল খান

আইএস/এমটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়