শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০১ মে, ২০২২, ০৪:০৩ দুপুর
আপডেট : ০১ মে, ২০২২, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনের সেনাদেরকে ইউরোপে প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র

রাশিদুল ইসলাম : [২] ইউক্রেনের সেনা সদস্যদেরকে ইউরোপের মাটিতে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এ তথ্য দিয়েছেন। গত শুক্রবার প্রেস ব্রিফিংয়ের সময় তিনি বলেন, আমি ঘোষণা দিতে পারি যে, ইউক্রেনের সেনা সদস্যদেরকে যুক্তরাষ্ট্র জার্মানির কয়েকটি ঘাঁটিতে প্রশিক্ষণ দিচ্ছে। পারসটুডে

[৩] জার্মানির সহযোগিতায় যুক্তরাষ্ট্র এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে এবং সেখানে ইউক্রেনের সেনারা আর্টিলারি, রাডার এবং ট্যাংক পরিচালনার কৌশল শিখছে।

[৪]  জন কিরবি বলেন, মার্কিন নিরাপত্তা সহযোগিতা প্যাকেজের আওতায় জার্মানি এবং ইউরোপের আরো কয়েকটি জায়গায় এই নতুন প্রশিক্ষণ কর্মসূচি চলছে। আশা করা যায় ইউক্রেনের সেনারা আগামী দিনগুলোতে রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরি করবে। জন কিরবি জানান, ২০২১ সালে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৪৩০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে।

[৫] পেন্টাগন মুখপাত্র বলেন, তাদের কোনো প্রশিক্ষককে ইউক্রেনে পাঠানোর পরিকল্পনা নেই, সমস্ত প্রশিক্ষণ দেশটির বাইরে চলবে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ব্রিটেনও ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে। খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গত সপ্তাহে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, আমরা ইউক্রেনের সাথে পোল্যান্ডের মাটিতে প্রশিক্ষণ দিচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়