শিরোনাম

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৪, ০৯:৩৩ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০২৪, ০৯:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ

সাজ্জাদুল ইসলাম: [২] ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। শনিবার ইসরায়েলের বড় শহরগুলোতে বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ। সূত্র: আল জাজিরা

[৩] ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ নিয়ে সরকারের ওপর ক্ষুব্ধ অনেক ইসরায়েলি। হামাসের কাছে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্ত করে আনতে ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করছেন তারা। বিক্ষোভকারীরা বলছেন, সব ব্যর্থতার দায়ই নেতানিয়াহুর। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

[৪] গাই গিনাত নামের এক বিক্ষোভকারী বলেন, ‘এই সরকারের পদত্যাগ চাই আমরা। আমাদের দেশটা হবে মানুষের, একদল স্বৈরশাসকের নয়। কারণ, এই স্বৈরশাসকেরা নিজেদের সবকিছুর নিয়ন্ত্রক মনে করে।’

[৫] বিক্ষোভকারীরা আরও বলছেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান সরকারের নীতি নিয়ে তারা ক্ষুব্ধ। কারণ, এই সরকারের নীতির কারণেই গাজায় থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্ত করে আনা যাচ্ছে না। জিম্মিদের মুক্ত করে আনার চেয়ে নিজের স্বার্থ রক্ষার বিষয়েই বেশি জোর দিচ্ছেন নেতানিয়াহু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়