শিরোনাম

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৪, ০৪:০৫ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২৪, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজা গণহত্যায় অভিন্ন লক্ষ্যে কাজ করছে আমেরিকা ও ইসরায়েল: জিহাদ নেতা

সাজ্জাদুল ইসলাম: [২] অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করছে। গাজা-ভিত্তিক ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের উপ মহাসচিব মোহাম্মাদ আল-হিন্দি একথা বলেছেন। সূত্র: পার্স টুডে

[৩] ইরানের প্রেস টিভিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন।আল-হিন্দি বলেন, ‘চলমান আগ্রাসনে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি চুক্তি রয়েছে। বাহ্যিকভাবে যুক্তরাষ্ট্রকে গাজাবাসীর জন্য নাকে কান্না’ করতে দেখা গেলেও মার্কিন প্রশাসন চলমান গণহত্যায় ইসরায়েলকে পূর্ণ সহযোগিতা করে যাচ্ছে।’

[৪] গাজার দ্বিতীয় বৃহত্তম প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের এই সিনিয়র নেতা বলেন, ‘তাদের অভিন্ন লক্ষ্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে সম্পূর্ণ ধ্বংস করা। এটি মার্কিন-ইসরায়েলি যৌথ কৌশলগত লক্ষ্য। অবশ্য তা বাস্তবায়নের ধরণ ও অগ্রাধিকারে কিছুটা মতপার্থক্য রয়েছে।’

[৫] এক্ষেত্রে উদাহরণ হিসেবে তিনি বলেন, মার্কিনীরা ইসরায়লকে প্রকাশ্যে গাজার বেসামরিক নাগরিককে প্রাণ বাঁচানোর আহ্বান জানাচ্ছে। অথচ আমেরিকার সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ও বোমা মেরেই বেসামরিক নাগরিকদের হত্যা করা হচ্ছে। এমনকি এসব অস্ত্রশস্ত্রের বেশিরভাগ মার্কিন কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলকে দেওয়া হচ্ছে। সম্পাদনা: রাশিদ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়