শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০১ মে, ২০২২, ০৩:২৪ দুপুর
আপডেট : ০১ মে, ২০২২, ০৩:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রথম মার্কিন সেনা নিহত

রাশিদুল ইসলাম : [২] ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রথম একজন মার্কিন নাগরিক নিহত হয়েছে। সাবেক মার্কিন মেরিন সেনা উইলি জোসেফ (২২) গত সোমবার নিহত হয়। ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষে লড়াইরত অবস্থায় এই প্রথম কোনো মার্কিন নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেল। পারসটুডে

[৩] জোসেফের নিকটাত্মীয়রা মার্কিন গণমাধ্যমগুলোকে বলেছেন, নিহত হওয়ার সময় সাবেক ওই মেরিন সেনা একজন মার্কিন সামরিক ঠিকাদারের হয়ে কাজ করছিলেন। নিহত ওই মার্কিন সেনার মা রেবেকা ক্যাবরেরা বলেছেন, তার ছেলের মৃতদেহ এখনও খুঁজে পাওয়া যায়নি। তিনি তার সন্তানের লাশ যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন। তার ছেলে গত ১২ মার্চ যুক্তরাষ্ট্র থেকে পোল্যান্ড হয়ে ইউক্রেনে প্রবেশ করে বলে জানান রেবেকা।

[৪] পোল্যান্ড থেকে ইউক্রেনে প্রবেশ করে জোসেফ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের সঙ্গে যোগ দেন এবং রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। তবে মার্কিন কর্মকর্তারা ইউক্রেনে তাদের কোনো নাগরিকের মৃত্যু সংবাদ নিশ্চিত করেনি। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, তাদের কাছে এ ধরনের একটি খবর আছে তবে তা নিশ্চিত করা যাচ্ছে না। মার্কিন পররাষ্ট্র দফতর বিষয়টি খতিয়ে দেখছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়