শিরোনাম

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৪, ০২:২৪ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২৪, ০৭:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রার শুভ কামনা করতে বিমানের ইঞ্জিনে  মুদ্রা নিক্ষেপ, বিলম্ব চারঘণ্টা! 

চীন বিমান

এম খান: [২] যাত্রা যেন শুভ হয় সেই কারণে বিমানের ইঞ্জিনের ভিতর মুদ্রা ছুড়েন এক যাত্রী। ঘটনাটি নজরে পড়ায় কোনও যান্ত্রিক ত্রুটি হতে পারে কি না, তা খতিয়ে দেখতে এবং যাত্রাপথে কোনও অসুবিধার সম্মুখীন যেন হতে না হয় সে কারণে সব রকম পরীক্ষা করেন চীনের একটি বিমানসংস্থার কর্মীরা। 

[৩] আনন্দবাজার জানায়, যন্ত্র পরীক্ষার পর সানয়ার বিমানবন্দর থেকে চার ঘণ্টা বিলম্বে বিমানটি বেইজিংয়ের উদ্দেশে উড়ান শুরু করে।

[৪] বিমানসংস্থার তরফে চীনের এক বিশেষ সমাজমাধ্যমে এই ঘটনার উল্লেখ করে লেখা হয়, ‘‘অশিক্ষিতদের মতো আচরণ। এই কুসংস্কারের কারণে যে কী ভয়াবহ দুর্ঘটনা করতে পারত, তা ধারণাতীত।’’

[৫] এই ধরনের ঘটনা চীনে প্রথম নয়। ২০২১ সালে যাত্রা শুভ করতে বিমানের ইঞ্জিন লক্ষ্য করে মুদ্রা ছুড়েছিলেন এক যাত্রী। ১৪৮ জন যাত্রী নিয়ে চীনের ওয়েইফাং থেকে হাইকোউয়ের উদ্দেশে বিমানটি ওড়ার কথা ছিল। 

[৬] স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, লাল কাপড়ে মুড়ে ইঞ্জিন লক্ষ্য করে মুদ্রা ছুড়েছিলেন যাত্রীটি। ঘটনাটি নজরে আসার পর বিমানটি বাতিল করে দেওয়া হয়েছিল।

আইকে/এমটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়