শিরোনাম

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৪, ০৩:৫৬ দুপুর
আপডেট : ০৭ মার্চ, ২০২৪, ০৩:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজা যুদ্ধে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হয়েছে: সেনা প্রধান

সাজ্জাদুল ইসলাম: [২] ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান জেনারেল হেলজি হালভি বুধবার এ মন্তব্য করেন। এর মধ্যদিয়ে তিনি গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর বিপুল ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেন। ইসরায়েলি গণমাধ্যমগুলো এখবর জানায়। সূত্র: আনাদোলু

[৩] হালভি হাইফাতে নৌবাহিনীর এক গ্রাজুয়েশন অনুষ্ঠানে বক্তৃতাকালে একথা বলেন। সে সময় দেশটির নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল ডেভিড সায়ার সালামা উপস্থিত ছিলেন। তিনি বলেন, ৫ মাসেরও বেশি সময় ধরে তাদের সামরিক, নৌ ও বিমান বাহিনী গাজায় হামলা চালাচ্ছে। তিনি দাবি করেন, যুদ্ধের লক্ষ্যার্জনের পথে তারা প্রতিদিনই গুরুত্বপূর্ণ সাফল্য পাচ্ছে। তবে সেই সঙ্গে আমাদেরকে চড়া মূল্য দিতে হয়েছে। আমরা বহু কমান্ডার ও সেনা হারিয়েছি এ যুদ্ধে।

[৪] হালভি বলেন, ইসরায়েলের নিরাপত্তার জন্য নৌসীমার নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার করা দরকার। এ ছাড়া পানি সীমা ও একান্ত অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তা বিধান থেকে শুরু করে কাছে ও দূরের নৌ সম্পদ ও অবকাঠামো রক্ষা করতে হবে দুশমনের অনিষ্ঠ থেকে। 

[৫] ইসরায়েলের সেনা প্রধান বলেন, বিমান ও নৌ বাহিনীর সঙ্গে মিলিয়ে স্থল বাহিনীর কর্মকান্ড পরিচালিত হয়। উগ্রইহুদীদের সেনাবাহিনীতে যোগদান সম্পর্কিত বিতর্কিত খসড়া আইন সম্পর্কে তিনি বলেন, এভাবে সেনাবাহিনীর ক্ষতি পুষিয়ে নেওয়া হবে এবং সেনাদের জীবনদান যাতে ব্যর্থ না হয় তা নিশ্চিত করতে এটি করা হবে। গাজা যুদ্ধে ৫৮৬ সেনা নিহত হয়েছে। যার মধ্যে গাজায় স্থল যুদ্ধের পর মারা যায় ২৪৬ সেনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়