শিরোনাম

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৪, ০১:৫৫ দুপুর
আপডেট : ০৭ মার্চ, ২০২৪, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের সঙ্গে তেল-গ্যাস জরিপ চুক্তি নবায়ন না করার ঘোষণা মালদ্বীপের 

সাজ্জাদুল ইসলাম: [২] মালদ্বীপ নিজেই এ জরিপ চালানোর ঘোষণা দিয়েছে। এজন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি তারা সংগ্রহ করবে। 

[৩] চীনের গবেষণা জাহাজ মালেতে এক সপ্তাহ এবং  দেশটির সমুদ্রসীমার অর্থনৈতিক এলাকার (ইইজেড) মাসাধিককাল অবস্থান করার পর দেশটি ত্যাগ করার পর প্রেসিডেন্ট মোহাম্মাদ মুইজ্জু ভারতের সঙ্গে চুক্তি নবায়ন না করার এ ঘোষণা করেন। সূত্র : এনডিটিভি

[৪] তিনি বলেন, তাদের দেশের বিশাল ইইজেডকে পর্যবেক্ষণে দিন রাত পর্যবেক্ষণ ব্যবস্থা রয়েছে। 

[৫] চীন ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে কয়েকদিন দুই দেশ একটি সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। এর আওতায় চীন মালদ্বীপকে নিখরচায় সামরিক সহায়তা প্রদান করবে। মুইজ্জু গত বছর নভেম্বরে ক্ষমতায় আসেন।  প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই তিনি তার দেশ থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহার করার নির্দেশ দেন।

[৬] গত সোমবার একটি দ্বীপ সফরকালে প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রণালয় নিজ থেকেই তেল-গ্যাস জরিপের কাজ পরিচালনা করবে। এরফলে মালদ্বীপ নিজেই পানির নীচে জরিপ পরিচালনা করতে পারবে। এভাবে দেশের পানির নিচের অবস্থার সঠিক চিত্র তৈরি করতে পারবে। 

[৭] ভারত ঘেঁষা সাবেক প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট ইব্রাহীম মোহাম্মাদ সলিহ ভারতের সঙ্গে হাইড্রোকার্বন ও পানির নীচের বৈশিষ্ট জরিপ চালানোর চুক্তি করেছিলেন। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়