সাজ্জাদুল ইসলাম: [২] মালদ্বীপে চীনের পর্যটকদের সংখ্যা গত ফেব্রুয়ারিতে রেকর্ডসংখ্যক বৃদ্ধি পেয়েছে। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশটিতে মোট ২ লাখ ১৭ হাজার ৩৯৪ জন পর্যটক এসেছেন। এর মধ্যে শুধু চীন থেকে পর্যটক এসেছেন ৩৪ হাজার ৬৪৬ জন। সূত্র: মিন্ট ডটকম
[৩] কোভিড মহামারির আগে ২০১৯ সালের তুলনায় এ হার ১০ দশমিক ৭০ শতাংশ বেশি। ওই বছরের ফেব্রুয়ারিতে চীন থেকে মালদ্বীপে পর্যটক এসেছিলেন ৩১ হাজার ২৮৫ জন। মালদ্বীপের পর্যটন বাজারের শীর্ষ ১০ দেশের মধ্যে চীন হচ্ছে প্রথম। চলতি বছরের প্রথম ২ মাসে দেশটিতে ৫৫ হাজার ৮৭ জন পর্যটক গেছেন। শিয়ামেন ও সিচুয়ান এয়ারলাইনসসহ চীনের বিভিন্ন এয়ারলাইনস মালদ্বীপে ফ্লাইট চালুর পর চীন থেকে দেশটিতে পর্যটক যাওয়া ব্যাপক হারে বেড়েছে।
[৪] এর আগে চীন সফরকালে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু চীনের পর্যটকদের তার দেশে আসার আহ্বান জানান। তিনি বলেন, ‘কোভিড মহামারির আগে পর্যটনে চীন ছিল আমাদের ১ নম্বর বাজার। চীনের সেই অবস্থান যাতে আবার ফিরে আসে, সে জন্য আমরা সর্বোচ্চ উদ্যোগ নেব।’ করোনা মহামারির আগে ২০১৭ ও ২০১৮ সালে মালদ্বীপের শীর্ষ পর্যটন বাজার ছিল চীন। ২০১৯ সালে ২ লাখ ৮০ হাজারের বেশি চীনের পর্যটক মালদ্বীপ ভ্রমণ করেছিলেন।
[৫] কোভিড মহামারির মধ্যে মালদ্বীপ তাদের পর্যটন উন্মুক্ত করে দিলে ভারত সে দেশে সর্বোচ্চ পর্যটকের উৎসে পরিণত হয়। তবে ভারত এখন মালদ্বীপ ভ্রমণে শীর্ষ ছয়ে নেমে গেছে। করোনা মহামারির কারণে তিন বছর বন্ধ রাখার পর গত বছরের জানুয়ারিতে চীন নিজেদের সীমান্ত আবার উন্মুক্ত করে দেয়। গত বছর চীনের মোট ১ লাখ ৮৭ হাজার ১১৮ জন পর্যটক মালদ্বীপ ভ্রমণ করেছেন। সম্পাদনা: রাশিদ
এসআই/আর/এইচএ
আপনার মতামত লিখুন :