শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৪, ০৩:২৮ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২৪, ০৩:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ইসরায়েলি মালবাহী জাহাজে এমএসসি স্কাইতে হুথি হামলা 

সাজ্জাদুল ইসলাম: [২] ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত যোদ্ধারা এবার আরব সাগরে সরাসরি একটি ইসরায়েলি মালবাহী জাহাজে হামলা চালিয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ হামলা, তান্ডব ও গণহত্যার প্রতিবাদে এ হামলা চালানো হয়েছে বলে ঘোষণা করেছেন হুুথি যোদ্ধারা।

[৩] হুথি আন্দোলনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি সোমবার রাতে বলেছেন, কয়েকটি উপযুক্ত নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা ইসরায়েলি মালবাহী জাহাজ এমএসসি স্কাইতে হামলা চালিয়েছে। তিনি বলেন, ক্ষেপণাস্ত্রগুলো জাহাজটিতে সরাসরি নিখুঁতভাবে আঘাত হেনেছে। 

[৪] ইয়াহিয়া সারিযি বলেন, ইসরায়েলি জাহাজে আঘাত হানার আগে হুথি যোদ্ধারা লোহিত সাগরে একটি মার্কিন রণতরী লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মুখপাত্র বলেন, ওই দুই হামলা প্রমাণ করেছে যে, ইয়েমেনের উপকূল দিয়ে যাতায়াতকারী রণতরী ও বাণিজ্যিক জাহাজে একসঙ্গে হামলা চালানোর সক্ষমতা হুথি যোদ্ধাদের রয়েছে।

[৫] জেনারেল সারিয়ি এ ঘোষণা দেওয়ার আগে পশ্চিমা সূত্রগুলোর বরাত দিয়ে গণমাধ্যমে এ খবর প্রচারিত হয় যে, এডেন সাগরে একটি নৌ দুর্ঘটনা ঘটেছে। ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশন্স বা ইউকেএমটিও জানায়, ইয়েমেনের বন্দরনগরী এডেনের দক্ষিণ-পূর্বে একটি জাহাজে বিস্ফোরণের পর আগুন ধরে গেছে।

[৫] ব্রিটিশ নিরাপত্তা সংস্থা অ্যাম্ব্রে জাহাজটিকে ইসরায়েল-সংশ্লিষ্ট উল্লেখ করে বলেছে, লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি সিঙ্গাপুর থেকে জিবুতি যাচ্ছিল। যদিও জাহাজটির নাম উল্লেখ করেনি অ্যাম্ব্রে। তবে সামুদ্রিক ট্রাফিক পর্যবেক্ষণ ওয়েবসাইটগুলো জানিয়েছে, ১৮৪ মিটার লম্বা লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমএসসি স্কাই সোমবার এডেন সাগরে অবস্থান করছিল। সারিয়ি বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আঞ্চলিক পানিসীমা দিয়ে চলাচলকারী ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে যাবেন তাদের যোদ্ধারা। সম্পাদনা: রাশিদ    

  • সর্বশেষ
  • জনপ্রিয়