শিরোনাম
◈ উত্তরা পশ্চিম থানা পুলিশ কর্তৃক চাঁদাবাজ গ্রেফতার ◈ প্রজ্ঞাপন জারি সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়ে ◈ পুলিশের সামনেই বিয়ের ৪ দিন আগে মেয়েকে গুলি করে হত্যা বাবার ◈ বিপিএল ছাড়লেন কর্নওয়াল, বললেন, বিদায় বাংলাদেশ ◈ সীমান্তে কাঁটাতারের বেড়ায় এবার বোতল ঝুলিয়ে দিলো বিএসএফ ◈ অনুশীলন বর্জন তাসকিনদের, জরুরি বৈঠক ডেকেছে বিসিবি ◈ সংবিধানে ধর্মনিরপেক্ষতাসহ ৩ মূলনীতি বাদ দিয়ে নতুন ৪ সুপারিশ ◈ ৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় ◈ বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে চায় পাকিস্তান ◈ ‘পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, নারীর শরীরের বিনিময়’

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৪, ০৩:১০ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২৪, ০৬:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জারদারি নাকি আচাকজাই, কে হবেন পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট

আসিফ আলী জারদারি ও মাহমুদ খান

ইমরুল শাহেদ: [২] পাকিস্তানের নির্বাচন কমিশন আসিফ আলী জারদারি ও মাহমুদ খান আচাকজাইয়ের মনোনয়নপত্র গ্রহণ করেছে বলে জানিয়েছে ডন। আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। এজন্য দুই প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। দেশটির শীর্ষ এই পদের জন্য জোটের প্রার্থী হলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থী পাখতুনখোয়া মিলি আওয়ামী পার্টি (পিকেএমএপি) প্রধান মাহমুদ খান আচাকজাই

[৩] পাকিস্তানে গত মাসে সবচেয়ে জনপ্রিয় দল পিটিআইকে বাইরে রেখেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যাপক অনিয়ম ও সহিংসতার মধ্যদিয়ে শেষ হয় ভোটগ্রহণ। কারচুপি হয় ফলাফলেও। এরপরও পিটিআই সমর্থিত প্রার্থীরা সবচেয়ে বেশি ৯৩টি আসনে  জয় নিশ্চিত করেন।

[৪] ফলাফলের দিক দিয়ে দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এবং বিলাওয়াল ভুট্টো জারদারি ও আসিফ আলি জারদারির পাকিস্তান পিপল’স পার্টি (পিপিপি)। 

[৫] নির্বাচনের পর বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ন্যাশনাল অ্যাসেম্বলির প্রথম অধিবেশন বসে। ওইদিনই শপথ গ্রহণ করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

[৬] এরপর রোববার প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটি হয়। ভোটাভুটিতে পিটিআইয়ের প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুবকে হারিয়ে দেশের ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন পিএমএল-এন-এর প্রার্থী শাহবাজ শরিফ। 

[৭] আচাকজাই এবারের নির্বাচনে বেলুচিস্তানের কিলা আবদুল্লাহ-কাম-চমনের এনএ-২৬৬ আসন থেকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি এরই মধ্যে পিটিআই ও সুন্নি ইত্তিহাদ কাউন্সিল (এসআইসি) জোটের সমর্থন নিশ্চিত করেছেন। এখন তিনি জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউআই-এফ) নেতা মাওলানা ফজলুর রেহমানের সমর্থন চাইছেন। সম্পাদনা: ইকবাল খান
 

আইএস/এমটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়