শিরোনাম
◈ জাতীয় নির্বাচন নির্ভর করছে সংস্কারের গতির ওপর: এএফপিকে ড. ইউনূস ◈ হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান আটক ◈ আসিফ নজরুলকে হেনস্তা: চুপ থাকা জেনেভা মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ ◈ ‘ইজতেমার নিয়ন্ত্রণ’ নাকি ‘সাদ কান্দালভি’- তাবলীগ সংকটের কারণ আসলে কী ◈  আমরা কিংস পার্টি নই, আমরা কিংস মেকার:  হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ভোলা-২ আসনের সাবেক এমপি মুকুল গ্রেপ্তার ◈ অনলাইনে আয়কর পরিশোধে ফি বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক ◈ প্রায় অর্ধেক মানুষই জানে না তার ডায়াবেটিস ◈ তেজগাঁও থেকে বিলাসবহুল গাড়ি জব্দ করলো কাস্টমস ◈ আশা করি নতুন উপদেষ্টাদের কাজ দেখে বিচার করবেন বাংলাদেশের জনগণ : মাহফুজ আলম

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৪, ০২:২৩ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২৪, ১১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে গঙ্গার নীচে মেট্রো, চড়বেন না মোদি 

নরেন্দ্র মোদি

ইমরুল শাহেদ: [২] প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধু হাওড়া ময়দান থেকে এসপ্লানেড মেট্রো রুটটি উদ্বোধন করবেন। উদ্বোধন করা হবে আগামী বুধবার স্থানীয় সময় সকাল দশটায়। এ তথ্য জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সূত্র: দি ওয়াল

[৩] প্রাথমিকভাবে জানা গিয়েছিল, শুধু উদ্বোধন নয়, গঙ্গার ২৮ মিটার নীচ দিয়ে মেট্রো সফরেরও সাক্ষী থাকতে চান প্রধানমন্ত্রী। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে শুধু পতাকা নেড়েই তাকে ফিরে যেতে হবে। রোববার প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) কর্তারা এসপ্ল্যানেড স্টেশন পরিদর্শনে যান। তাদের সঙ্গে ছিলেন লালবাজার, পূর্ত, কলকাতা পৌরসভা, দমকল সহ একাধিক রাজ্য সরকারি দপ্তরের কর্মকর্তারা।

[৪] সূত্রের দাবি, নিরাপত্তার কথা মাথায় রেখেই বুধবার প্রধানমন্ত্রীকে মেট্রো সফর না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর তা মেনেই এসপ্ল্যানেড স্টেশনে নেমে মেট্রো উদ্বোধন সারবেন মোদি। সেখান থেকেই কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় (রুবির মোড়) এবং তারাতলা-মাঝেরহাট মেট্রোর উদ্বোধন করার কথা রয়েছে মোদির।

[৫] এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪.৮ কিলোমিটার গ্রিন লাইনের এই মেট্রো রুটে পানির ২৬ মিটার নীচ দিয়ে গন্তব্যে পৌঁছোবেন যাত্রীরা। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন ভূপৃষ্ঠ থেকে ২৮.৭৯ মিটার নীচে অবস্থিত। এই স্টেশনের আয়তন প্রায় ৩৬ হাজার ১৫৪ বর্গমিটার। রাস্তা থেকে লিফ্ট কিংবা এসক্যালেটর চড়ে চারটি প্ল্যাটফর্ম বিশিষ্ট এসপ্ল্যানেড স্টেশনে মেট্রোয় ওঠার জায়গায় পৌঁছতেই প্রধানমন্ত্রীকে প্রায় ২০০ মিটার হাঁটতে হবে। আর মেট্রোর উদ্বোধনের পরই মোদী রেসকোর্স থেকে বিমানবাহিনীর হেলিকপ্টারে বারাসাতে আরও একটি কর্মসূচিতে অংশ নিতে যাবেন। সম্পাদনা: রাশিদ 

আইএস/এমটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়