শিরোনাম

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৪, ০৯:৪৫ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২৪, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাক্ষ্যাদ্বীপে ভারতে সামরিক ঘাঁটি, চালু হবে ৬ মার্চ


সাজ্জাদুল ইসলাম: [২] মালদ্বীপের কাছেই ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ লাক্ষ্যাদ্বীপ অবস্থিত। ভারত মহাসাগরের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপপুঞ্জটিতে একটি সামরিক ঘাঁটি স্থাপন করার কথা জানিয়েছে ভারতের নৌবাহিনী। মালদ্বীপ সরকার তাদের রাজধানী মালে থেকে ভারতীয় সেনাদের বহিস্কার করার আগেই এই নতুন ঘাঁটির কার্যক্রম শুরু হবে।

[৩] গত বছর ভারতীয় সেনাবাহিনীকে বহিস্কার করার প্রতিশ্রুতি দিয়ে মালদ্বীপের ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। এর পর থেকেই ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্কে চিড় ধরেছে। মালদ্বীপে চীনের প্রভাব বেড়ে যাওয়া নিয়ে ভারতের উদ্বেগ বেড়েছে। গত শনিবার ভারতের নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, মালদ্বীপের কাছে সামরিক ঘাঁটি তৈরি করা হলে তা ওই এলাকায় নয়াদিল্লির নজরদারি কার্যক্রম বিস্তৃত করবে।

[৪] মালদ্বীপে থাকা ৮৯ জন ভারতীয় সেনাকে সরিয়ে নিতে অনুরোধ করেছেন মুইজ্জু। এর মধ্যে প্রথম দফায় ১০ মার্চ কিছু সেনা মালদ্বীপ ছাড়বেন। বাকি সেনাদের দুই মাসের মধ্যে মালে ছাড়তে হবে। ভারতীয় নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ভারতের লাক্ষাদ্বীপে নতুন ঘাঁটি ৬ মার্চ চালু হবে।
[৫] আরব সাগর ও লাক্ষ্য সাগরের মাঝে অবস্থিত ৩৬টি দ্বীপ নিয়ে এ দ্বীপপুঞ্জটি অবস্থিত। ভারতে কেন্দ্র শাসিত দ্বীপপুঞ্জটির মোট আয়তন ৪২০০ বর্গ কিলোমিটার। ভারতের মালাবার থেকে দ্বীপটি প্রায় ২২০-৪৪০ কিলোরমিটার দূরে অবস্থিত। জনসংখ্যা প্রায় ৭০ হাজার। দ্বীপটির জনসংখ্যার ৯৬,৫৮ শতাংশ মুসলমান, ২.৭৭ শতাংশ হিন্দু এবং বাকিরা শিখ ও খ্রিস্টান। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়