শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:২৯ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা নিয়ে যা বললেন বুয়েট ভিসি (ভিডিও)

সাইডে যে প্রেজেন্টেশনে যেটা উনি উল্লেখ করেননি কিন্তু ছবিতে দেখিয়েছিলেন নো কোঅর্ডিনেশন ফর প্ল্যানিং আমি আমার অভিজ্ঞতা দিয়ে শুরু করি দুইটা গল্প বলি, আমার মেয়ে জন্মানোর পরে হসপিটালে ভর্তি করি, গুলশান শিশু ক্লিনিক।

হাসপাতালের সামনে যে রাস্তাটা ছিল দেখলাম খুবই সুন্দর রাস্তা হয়েছে ওয়েল কার্পেটেড ঝকঝক করছে, দুদিন ইউনিভার্সিটিতে আসি ক্লাস নিয়ে, আবার হসপিটালে চলে যাই দুইদিন পরে দেখলাম ওখানে অনেক পাইপ এনে রাখতেছে রাতের বেলা তো তখন আমি জিজ্ঞেস করলাম কি হচ্ছে, বলে এখানে পাইপলাইন যাবে। পানির লাইন যাবে তাই এটা এখানে পাইপ রাখছি।

তো আমি বললাম ভাই এতো মাত্র করলেন এখনো তো ধুলা পড়েনি ওরা কিছু বলল না আমি চলে আসছি। ডিপার্টমেন্টে এসে কথা বলছি স্যার আমাদের বুয়েটের ভাইস চ্যান্সেলর ছিলেন আপনারা চেনেন স্যারকে, বললাম স্যার দেখেন কি ধরনের কোঅর্ডিনেশনের অভাব যে এরকম ভাবে এই মাত্র রাস্তাটা করেছে এখন পাইপের জন্য আবার রাস্তা কাটবে। স্যার বললেন ভেরি ওয়েল কোঅর্ডিনেটেড, আমি বললাম কেন কেন, ওই করলে আবার রাস্তা কাটবে আবার বানাবে পয়সা হবে।
 
তখন আমি মাত্র পিএইচডি করে ফিরে আসছি সেইদিন একই কথা আমার মনে হলো স্যারের কথাটা যখন দেখলাম, যেটা 8000 কোটি টাকার প্রজেক্ট ছিল সেই 22000 কোটি টাকার 300 ফিট রাস্তা আবার কাটা হবে মেট্রো রেলের জন্য তখন মনে হলো ভেরি ওয়েল কোঅর্ডিনেটেড।

আজকে দেখলাম ফেসবুকে ফ্লাইওভারের উপরে ইউটার্ন, যত বয়স বাড়ে শেখার কোন শেষ নাই তাই শিখছি, ফ্লাইওভারের উপরে ইউটার্ন করা হয়েছে মহাখালী ফ্লাইওভারের উপরে কিছুদিন আগে শিখেছিলাম ওভারপাস যেটা তার উপরে ট্রাফিক লাইট, অনেক দেশ ঘুরেছি অনেক দেশে পড়াশোনা করেছি কিন্তু ওভারপাসের উপরে ট্রাফিক লাইট আমি কখনো দেখিনি. তো আমাদের আসলে শেখার তো কোন শেষ নাই ।

বিস্তারিত আর শুনুন ভিডিওতে

  • সর্বশেষ
  • জনপ্রিয়