সম্প্রতি এক সাক্ষাতকারে সাংবাদিক ইলিয়াস হোসেন এবং মেজর ডালিম সম্পর্কে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন,আমি ইরিয়াসকে জানি না বুঝলেন,কিন্ত কিছুই জানি না তা নয়৷ এখানে একটা জিনিস বলব,অনেক সময় বলা হয় হুজুগে বাঙালি,বর্তমানে যে অবস্থা হয়েছে ইলিয়াস নামে একজন সাংবাদিক। তিনি মেজর ডালিমকে এনেছে। উনি আনতে পারেন কি পারেন না এটা আমার জানা নেই।
এখানে ডালিম কোনও বিষয় না, ডালিম একজন খুনি। তাকে কেউ লালন করলে।এই অপরাধ থেকে তিনি মুক্ত হবেন না। তিনি সাহিত্যিক হন, সাংবাদিক হোন, সৈনিক হোন বা রাজনীতিবিদ হোন,সময় পার হয়ে গেলে অনেক ব্যক্তিত্বহীন লোকেরা বড় সাজবার জন্য অথবা তাদের নাম একটু উচ্ছে তুলবার জন্য অনেক কথাই বলে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে বর্বর ঘটনাগুলো ঘটেছে তা এই সমস্ত লোকদের ভাবনার বাইরে। তাই তারা যা বলছে তাঁদের কথাই যে আমাদের আলোচনা করতে হবে এমন নয়। এরা ধর্তব্যের মধ্যে পড়ে না। সূত্র : কালেরকন্ঠ, জনকন্ঠ
আপনার মতামত লিখুন :