শিরোনাম
◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৪৪ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে পণ্য বিতরণের চুক্তি বাতিল করল জিলেট ইন্ডিয়া (ভিডিও)

বাংলাদেশে জিলেটের পণ্য-সামগ্রী বিতরণের চুক্তি বাতিলে পিঅ্যান্ডজির নেওয়া এই সিদ্ধান্ত আগামী ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে নিত্যব্যবহার্য পণ্য উৎপাদনকারী ভারতীয় কোম্পানি জিলেট ইন্ডিয়ার সাথে বাংলাদেশে পণ্য বিতরণের চুক্তি বাতিল করেছে মার্কিন বহুজাতিক কোম্পানি প্রক্টর অ্যান্ড গ্যাম্বল (পিঅ্যান্ডজি)। বাংলাদেশে জিলেটের পণ্য-সামগ্রী বিতরণের চুক্তি বাতিলে পিঅ্যান্ডজির নেওয়া এই সিদ্ধান্ত আগামী ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জিলেট ইন্ডিয়া লিমিটেড ঘোষণা দিয়েছে।

চুক্তির আওতায় বাংলাদেশে জিলেট ইন্ডিয়ার বিভিন্ন ধরনের নিত্যব্যবহার্য পণ্য যেমন— রেজর, সেভিং ফোম, ক্রিম, সেভিং জেল, ব্লেড ও অন্যান্য পণ্য বিতরণ করে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল। জিলেট ইন্ডিয়া বলেছে, ‘‘এই চুক্তির অবসানের ফলে কোম্পানির চুক্তির আওতায় মোট বিক্রয়ের ওপর আনুপাতিক হারে প্রভাব পড়বে। তবে চুক্তি বাতিলের কারণে কোম্পানির লাভের ওপর বস্তুগত কোনও প্রভাব পড়বে না।’’

এক বিবৃতিতে জিলেট ইন্ডিয়া বলেছে, বিতরণ চুক্তির আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে বাংলাদেশে জিলেট ইন্ডিয়ার পণ্যের বিক্রির পরিমাণ কোম্পানির মোট বিক্রয়ের প্রায় ২ শতাংশ।

তবে জিলেট ইন্ডিয়ার সাথে মার্কিন বহুজাতিক কোম্পানি পিঅ্যান্ডজির বাংলাদেশি বিতরণ চুক্তি বাতিলের কারণ জানা যায়নি। এমনকি দুই কোম্পানির পক্ষ থেকেও এই বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ভারতীয় ইমামি লিমিটেড, ম্যারিকো লিমিটেড এবং পিডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেড-সহ অন্যান্য কোম্পানির বাংলাদেশে ব্যবসার ওপর যখন ছায়া ফেলছে, ঠিক তখনই জিলেট ইন্ডিয়ার সাথে পিঅ্যান্ডজির চুক্তি বাতিলের এই ঘটনা ঘটল।

২০২৪ অর্থ বছরে ভারতীয় কোম্পানি ম্যারিকো লিমিটেডের মোট ব্যবসার প্রায় ১১ শতাংশই হয়েছে বাংলাদেশে। একই সময়ে ইমামি লিমিটেডের মোট রাজস্বের প্রায় ৬ শতাংশ এসেছে বাংলাদেশে কোম্পানিটির বিক্রি করা বিভিন্ন পণ্য থেকে।

এছাড়া ভারতীয় পিডিলাইট ইন্ডাস্ট্রিজ, জুবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেড, এশিয়ান পেইন্টস লিমিটেড এবং গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের মতো অন্যান্য কোম্পানিরও বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম রয়েছে।

সূত্র: ব্লুমবার্গ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়