শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫, ০৬:১০ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসন্ন আইফোন ১৭ প্রো–তে থাকবে ডুয়েল ভিডিও ফিচার, কাজ করবে যেভাবে

গত সোমবার আইওএস ১৯ এর সম্ভাব্য ডিজাইন প্রকাশ করেছে ইউটিউবের প্রযুক্তি চ্যানেল ফ্রন্ট পেইজ। এই ভিডিওর শেষের দিকে সম্ভাব্য নতুন ফিচারের কথাও তুলে ধরা হয়েছে। এসব ফিচারের মধ্যে থাকবে ডুয়েল ভিডিও রেকর্ডিং।

আসন্ন আইফোন ১৭ প্রো মডেলগুলোর ক্যামেরায় একটি নতুন ও আকর্ষণীয় ফিচার দেখা যাবে। বিভিন্ন তথ্য সূত্র অনুযায়ী, মডেলগুলোতে সামনে ও পেছনের ক্যামেরা দিয়ে একসময়ে ভিডিও রেকর্ডিং করতে পারে। এই ফিচারটি ব্যবহারকারীদের জন্য উপকারী হতে পারে। বিশেষত কনটেন্ট ক্রিয়েটরদের জন্য। কারণ এটি পিকচার-ইন-পিকচার (পিআইপি) ইফেক্ট তৈরি করবে, যা ইউটিউব বা টিকটক ভিডিও তৈরিতে খুবই কার্যকরী।

ফ্রন্ট পেইজ টেক এর হোস্ট জন প্রসের এর মতে, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্সে সামনে এবং পেছনের ক্যামেরা দিয়ে একসঙ্গে ভিডিও রেকর্ডের সুযোগ পাওয়া যাবে। এটি এমন একটি ফিচার যা ইতিমধ্যে কিছু অ্যাপস, যেমন: স্ন্যাপচ্যাটে পাওয়া যায়। তবে এবার আইফোনের ক্যামেরা অ্যাপে এই ফিচার পাওয়া যাবে। স্যামসাং তাদের গ্যালাক্সি এস ২১ এবং পরবর্তী মডেলগুলোতেও এই ফিচার যুক্ত করেছে।

আইফোন ১৭ প্রো মডেলগুলোতে ক্যামেরা ডিজাইনও নতুন হতে পারে। যেখানে বর্তমানে ব্যবহৃত চারকোনা ক্যামেরা বাম্প পরিবর্তন হয়ে আয়তাক্ষেত্রকার বা পিল-শেপ ক্যামেরা মডিউল আনার সম্ভাবনা রয়েছে। ক্যামেরার পারফরম্যান্স উন্নত করার জন্য অ্যাপল নতুন সেন্সর যুক্ত করতে পারে।

প্রথমবারের মতো, আইফোন ১৭ সিরিজের সব মডেলে ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে, যা আইফোন ১৬ প্রো–তে থাকা ১২ মেগাপিক্সেল ক্যামেরার তুলনায় অনেক বেশি উন্নত। এর ফলে সেলফি এবং ভিডিও কোয়ালিটি আরও ভালো হবে।

আইফোন ১৭ প্রো ম্যাক্সের পেছনে তিনটি ৪৮ মেগাপিক্সেল লেন্স থাকতে পারে। সেগুলো হলো—প্রধান ক্যামেরা, আলট্রা-ওয়াইড লেন্স এবং টেট্রাপ্রিজম পেরিস্কোপ টেলিফোটো লেন্স। এর ফলে, প্রথমবারের মতো একটি আইফোন তিনটি ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা পাবে। এ ছাড়া, নতুন প্রো মডেলগুলোতে একটি মেকানিক্যাল অ্যাপারচারও থাকতে পারে, যা ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের আলোতে আরও ভালো ছবি তুলতে সাহায্য করবে।

আগামী সেপ্টেম্বরে আইফোন ১৭ সিরিজের সব মডেল রিলিজ করবে বলে আশা করা হচ্ছে। তবে, সাধারণ ফিচারটি শুধুমাত্র আইফোন ১৭ প্রো মডেলগুলোর জন্য নির্ধারণ করা হবে, তা পরিষ্কার নয়।

তবে, এ বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসে নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়