আগামী কয়েকদিনের মধ্যে নতুন পারমাণবিক সাফল্য উন্মোচন করা হবে বলে জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার (এইওআই) ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান মোহাম্মদ ইসলামি।
তিনি বলেন, এইওআই ২০ ফারভারদিন (৯ এপ্রিল) উপলক্ষ্যে আয়োজিত একটি উচ্চ-প্রোফাইল অনুষ্ঠানে নিজেদের সর্বশেষ প্রযুক্তিগত অগ্রগতি প্রদর্শন করবে।
১৪০৩ সালের পারস্য ক্যালেন্ডার বছরে ইরানের আণবিক সংস্থার কর্মক্ষমতা সম্পর্কে বলতে গিয়ে ইসলামি এইওআই-এর মধ্যে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়নের অব্যাহত গতি তুলে ধরেন। তিনি বলেন, আল্লাহর ঐশী অনুগ্রহ এবং আমাদের নিবেদিতপ্রাণ বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের নিরলস প্রচেষ্টায় ১৪০৩ সালটি ছিল অসাধারণ সাফল্যের বছর।
ইসলামি আরও বলেন, সংস্থাটি বিভিন্ন ক্ষেত্রে শতাধিক উল্লেখযোগ্য সাফল্য রেকর্ড করে বৈজ্ঞানিক অগ্রগতির গতি বজায় রাখতে সক্ষম হয়েছে। সূত্রঃ মেহর নিউজ