শিরোনাম
◈ এপ্রিল জুড়েই তীব্র তাপপ্রবাহ, কালবৈশাখী-ঘূর্ণিঝড়ের আভাস ◈ নিউইয়র্ক টাইমসের ইসলামিস্টদের উত্থান নিয়ে প্রতিবেদন বিভ্রান্তিকর: সিএ প্রেস উইং ◈ ফেসবুক পোস্ট নিয়ে সুনামগঞ্জে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪০  ◈ তারিখ নিয়ে বিতর্ক: সৌদি আরব কি এক দিন আগেই ঈদ উদযাপন করেছে? ◈ এপ্রিলে যেসব শর্ত নিয়ে ঢাকায় আসছে আইএমএফ দল ◈ ট্রাম্পের নতুন শুল্ক: ভারতের যেসব খাত সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে ◈ ঈদের ছুটি ঘুমিয়ে নষ্ট না করে স্বর্ণময় করে তুলুন: শায়খ আহমাদুল্লাহ ◈ যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৮০ কি.মি. বেগে ঝড় হতে পারে ◈ ঈ‌দের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন ঘরমুখোরা ◈ ৩ লাখ মানুষ মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে যে ভূমিকম্পে 

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৫, ১২:৩৭ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নম্বর লুকিয়ে রেখেও চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপ বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ। ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন নতুন ফিচার যুক্ত করছে সাইটটি। এবার নতুন এক ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এখন আপনার নম্বর লুকিয়ে রেখেও চ্যাট করতে পারবেন যে কারো সঙ্গে।

এখন হোয়াটসঅ্যাপে কথা বলার সময় দুজনেই একে অপরের নম্বর দেখতে পান। কিন্তু এখন এমনটি আর হবে না। হোয়াটসঅ্যাপ শিগগির একটি নতুন গোপনীয়তা বৈশিষ্ট্য চালু করতে চলেছে। যার পরে কেউ আপনার নম্বর জানতে পারবে না।

আগামী দিনে ব্যবহারকারীর নামের গোপনীয়তা বৈশিষ্ট্যটি হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ও আইওএস বিটা সংস্করণে এরই মধ্যে দেখা গেছে। এই নতুন বৈশিষ্ট্যটি ইনস্টাগ্রাম, ফেসবুক এবং এক্সের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ব্যবহারকারীর নাম বৈশিষ্ট্যের মতো কাজ করে। এই বৈশিষ্ট্যটিতে ব্যবহারকারীরা মোবাইল নম্বর দেখতে পাবেন না। এই পরিস্থিতিতে ব্যবহারকারীর নাম দিয়ে হোয়াটসঅ্যাপ ইউজারদের খুঁজতে সক্ষম হবেন আপনি। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সাইবার জালিয়াতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগে অনেক মানুষ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতেন। গ্রুপের লোকেরা সহজেই একে অপরের নম্বর দেখতে পেত। কিন্তু এখন এই নতুন প্রাইভেসি ফিচার আসার পর আপনি গ্রুপের কোনো সদস্যের ফোন নম্বর জানতে পারবেন না। এখন নম্বরের পরিবর্তে আপনি ব্যবহারকারীর নাম দেখতে পাবেন।

নতুন এই ফিচার আসার পর মোবাইল নম্বরের পরিবর্তে ব্যবহারকারীর নামই এখন মানুষের পরিচয় জানাবে। চ্যাটিংয়ের পাশাপাশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ইউপিআই পরিষেবাও অফার করে। এই অবস্থায় অপরিচিত কোনো ব্যক্তি আপনার মোবাইল নম্বর জেনে গেলে ফোন করে হয়রানির শিকার হতে পারেন। তাই এখন নতুন এই প্রাইভেসি ফিচার আসার পর মানুষের মোবাইল নম্বর নিরাপদ থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়