শিরোনাম
◈ আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে: মধ্যরাতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও) ◈ মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ 'আ. লীগের বিচার না করলে জনগণ আবার আন্দোলনে নামবে' (ভিডিও) ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:৩৯ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীর্ষ ১৮ নারী গবেষককে পরিচয় করালো তেহরান বিশ্ববিদ্যালয়

তেহরান বিশ্ববিদ্যালয় তাদের শীর্ষ ১৮ জন নারী গবেষকের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। এসব নারী গবেষক জাতীয় ও আন্তর্জাতিকভাবে সর্বাধিক আলোচিত গবেষকের তালিকায় স্থান পেয়েছেন। ইসলামিক ওয়ার্ল্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি মনিটরিং অ্যান্ড সাইটেশন ইনস্টিটিউট এই ঘোষণা দিয়েছে।

প্রতিবেদন মতে, বিজ্ঞান অনুষদের অনুষদ সদস্য ড. ফারনুশ ফরিদবোদ এবং ড. ফারজানে শেমিরানি এবং তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি অনুষদের অনুষদ সদস্য ড. ফেরেশতে রাশচি ২৭ বছর ধরে (১৯৯৬-২০২৩) বিশ্বের সর্বাধিক আলোচিত গবেষকদের মধ্যে শীর্ষ ২ শতাংশের মধ্যে রয়েছেন।

ওয়েব অব সায়েন্স (ডব্লিউওএস) ডাটাবেজের তথ্যমতে, কৃষি ও প্রাকৃতিক সম্পদ অনুষদের অনুষদ সদস্য ডঃ জাহরা ইমামজোমে এবং ডঃ মরিয়ম সালামি, প্রযুক্তি অনুষদের অনুষদ সদস্য ডঃ আকরাম হোসেনিয়ান সারাজেলু, আন্তঃবিষয়ক বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অনুষদ সদস্য ডঃ ফাতেমে ইয়াজদিয়ান এবং ডঃ রোগায়ে ঘাসেমপুর এবং প্রশাসন অনুষদের অনুষদ সদস্য ডঃ রেহানেহ লোনি ১০ বছরের (২০১৪-২০২৪) সময়কালে বিশ্বের শীর্ষ এক শতাংশ উচ্চ-উল্লেখিত গবেষকদের মধ্যে রয়েছেন।

এছাড়াও, বিজ্ঞান অনুষদের অনুষদ সদস্য ডঃ সেপিদে খোয়েই এবং ডঃ হেদি সাজেদি এবং তেহরান বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের গবেষক ডঃ মিত্রা মুসাভিও ২০২৩ সালে এলসেভিয়ার-স্ট্যানফোর্ডের উচ্চ-উল্লেখিত আন্তর্জাতিক গবেষকদের তালিকায় শীর্ষ দুই শতাংশের মধ্যে স্থান পান। 

মানবিক, সামাজিক বিজ্ঞান, শিল্পকলা এবং স্থাপত্য ক্ষেত্রে, ব্যবস্থাপনা অনুষদের অনুষদ সদস্য ডঃ বিতা মাশায়েখি; মনোবিজ্ঞান ও শিক্ষা বিজ্ঞান অনুষদের অনুষদ সদস্য ডঃ এলাহে হেজাজি মুঘারি, ডঃ রেজওয়ান হাকিমজাদেহ এবং ডঃ নার্গেস সাদাত সাজ্জাদিহ; সামাজিক বিজ্ঞান অনুষদের অনুষদ সদস্য ডঃ সোহেলা সাদেঘি ফাসায়েই; এবং আইন ও রাষ্ট্রবিজ্ঞান অনুষদের আঞ্চলিক অধ্যয়নের অধ্যাপক ডঃ এলাহে কৌলাই, ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় পর্যায়ে সর্বাধিক উদ্ধৃত গবেষকদের মধ্যে রয়েছেন।

সূত্র: মেহর নিউজ
  • সর্বশেষ
  • জনপ্রিয়