শিরোনাম
◈ পরিদর্শন করা আয়নাঘরগুলোর কিছু জায়গায় নতুন প্লাস্টার দেখা গেছে: প্রেস সচিব ◈ যেসব কথা লেখা রয়েছে ‘আয়নাঘর’-এর দেয়ালে ◈ গাজীপুরে আ. লীগের হামলায় এক শিক্ষার্থীর মৃত্যু, হাসনাতের কড়া বার্তা ◈ গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত কাশেম মারা গেছেন ◈ জুলাই গণঅভ্যুত্থানে বিক্ষোভকারীদের দমাতে ‘প্রাণঘাতি বলপ্রয়োগের’ নির্দেশ দেয় সরকার : জাতিসংঘের প্রতিবেদন ◈ এটা বীভৎস দৃশ্য, গ্রামের মুরগির খাঁচাও এর থেকে বড় হয়: প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ আমি কি সেটা আমি সাত দিন পর দেখাব, বিপ্লবী ছাত্র-জনতা আমার সঙ্গে রয়েছে : কাফি (ভিডিও) ◈ ডিজিএফআইয়ের সেই দুই টর্চারসেল চিনতে পারার কথা জানিয়েছেন উপদেষ্টা নাহিদ-আসিফ ◈ এ বছর ভালোবাসা দিবসে ‘তামাশা’ না করার আহ্বান মৎস্য উপদেষ্টার! ◈ আয়না ঘর দেখতে গেলেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৪৭ বিকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোয়াটসঅ্যাপে সহজেই কল রেকর্ড করবেন যেভাবে

ডেস্ক রিপোর্ট : ফিচার বা অ্যানালগ মোবাইল ফোনে কল রেকর্ড খুবই সহজ হলেও বিপত্তি বাধে স্মার্টফোনে। বিশেষ করে হোয়াটসঅ্যাপের মতো অডিও-ভিডিও কল করার অ্যাপস নিয়ে। হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করা অনেকের কাছেই প্রায় অসম্ভব ব্যাপার। কারণ, এতে কল রেকর্ড করার কোনো সুযোগ রাখা হয়নি। সুযোগ না রাখার কারণে প্রায়ই গুরুত্বপূর্ণ কথাগুলো রেকর্ড করা সম্ভব হয় না। কিন্তু কেউ চাইলে খুব সহজেই হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করতে পারেন। যদিও এর জন্য হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট কোনো সেটিংস নেই। তবে কল রেকর্ডের জন্য আলাদা একটি পদ্ধতি অনুসরণ করতে হবে।

হোয়াটসঅ্যাপে কল রেকর্ডের জন্য প্রথমেই যার কথা রেকর্ড করবেন তার সঙ্গে অ্যাপ থেকে কানেক্ট থাকতে হবে। অর্থাৎ, ফোনে কথা বলা অবস্থায় থাকতে হবে। তারপর স্মার্টফোনের কুইক সেটিংস থেকে স্ক্রিন রেকর্ডিং অপশন অন করে নিন। এতেই রেকর্ডিং শুরু হবে। আর কথা শেষ হলে স্ক্রিন রেকর্ডিং অফ করলে তা গ্যালারিতে সেভ হয়ে থাকবে। পরে প্রয়োজনের সময় তা শুনতে পারবেন।

এছাড়া তথ্য-প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ক্লিকআপের প্রতিবেদন অনুযায়ী, থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমেও হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করতে পারবেন। এ ক্ষেত্রে অ্যাপগুলো সম্পর্কে আলোচনা করা হলো নিচে।

AZ স্ক্রিন রেকর্ডার (অ্যান্ড্রয়েড): এটি অভ্যন্তরীণ শব্দসহ ফুল এইচডি স্ক্রিন রেকর্ডে বেশ কার্যকরী একটি সফটওয়ার। যা ভিডিও স্ট্রিমিং, রোটেটিং এবং কনভার্ট করার টুলসহ একটি বিল্ট-ইন এডিটর, একইসঙ্গে স্ক্রিনশট নেয়া ও ছবি এডিটের বিকল্প।

DU রেকর্ডার (অ্যান্ড্রয়েড এবং iOS): এটি স্পষ্ট ও মসৃণ ফলাফল দেয়। সর্বোত্তম মানের ভিডিও ক্যাপচারের জন্য কাস্টমাইজযোগ্য বিভিন্ন বিষয় রয়েছে এর সেটিংসে। অ্যাপটি দিয়ে দারুণভাবে ওয়ান-ট্যাপ রেকর্ডিংয়ের সুবিধা পাবেন।

মোবিজেন স্ক্রিন রেকর্ডার (অ্যান্ড্রয়েড): কাস্টমাইজেশনসহ ফুল এইচডি ও কিউএইচডি রেকর্ডিং করতে সক্ষম এই অ্যাপটি। যা স্পষ্টভাবে হোয়াটসঅ্যাপ কল ও অন্যান্য কনটেন্ট রেকর্ড করার জন্য উপযুক্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়