শিরোনাম
◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৫, ০১:১৩ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিটিআরসি চেয়ারম্যান ফাইভ জি চালুর বিষয়ে যা বললেন

ফাইভ জি প্রযুক্তি চালুর নির্ধারিত সময় এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিটিআরসির (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) সভা কক্ষে টেলিযোগাযোগ খাতের পুনর্বিন্যাসে সংস্কারের জন্য গঠিত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিটিআরসির চেয়ারম্যান বলেন, “ফাইভ-জি প্রযুক্তিসেবা চালু করতে এ বছরের জুন মাসে ৭০০ মেগাহার্জ তরঙ্গ নিলামের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরমধ্য দিয়ে গ্রাহকরা বহুল প্রত্যাশিত ফাইভ জি প্রযুক্তিসেবা গ্রহণ করার সুযোগ পাবেন।”

তিনি আরও বলেন, “ফাইভ জি নিয়ে আমরা ইতোমধ্যেই কাজ শুরু করেছি। ইন্ডাস্ট্রির সঙ্গে কথাও বলেছি। তবে এটি শুধু বিজনেস অপারেটরদের একার পক্ষে করা সম্ভব নয়। এজন্য সরকারি কিছু উদ্যেগেরেও দরকার রয়েছে। এরজন্য নেটওয়ার্ক টপোলজিতেও কিছু পরিবর্তন আনা দরকার। তবে কখন চালু হবে সেটি এখনই নির্দিষ্ট করে বলতে পারব না। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করা হয়েছে।”

জানা গেছে, দেশের টেলিযোগাযোগ খাতকে সুশৃঙ্খল, জনবান্ধব, টেকসই ও বিনিয়োগবান্ধব করার লক্ষ্যে টেলিযোগাযোগ খাতের নেটওয়ার্ক টপোলজি ও লাইসেন্সিং ব্যবস্থা সংস্কার নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা হয় এই বৈঠকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়