শিরোনাম
◈ সাড়ে পাঁচ কোটি ভোটার এখনও পাননি  স্মার্টকার্ড  ◈ আজ জাতীয় শহীদ সেনা দিবস: বিডিআর হত্যাযজ্ঞের ১৬ বছর ◈ বেলজিয়ামে আওয়ামী লীগ নেতাদের নিয়ে লঙ্কাকাণ্ড, বিধ্বস্ত চেহারায় প্রকাশ্যে হাছান মাহমুদ ◈ সংস্কার হতে হবে নির্বাচনমুখী: আন্দালিব রহমান পার্থ ◈ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দিলেন তৌহিদ হোসেন ◈ একদিন ম্যানেজ হলে ঈদে মিলবে টানা ৯ দিনের ছুটি ◈ বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা: কারাগার থেকে পালিয়েছেন ফাঁসির আসামি জেমি ◈ সাজেক ভ্রমণ নিরুৎসাহিত করে প্রশাসনের বার্তা ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, অবস্থান কর্মসূচি স্থগিত ◈ শুক্রবার আত্মপ্রকাশ করছে ছাত্রদের নতুন দল

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪, ১২:৪৪ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবে লঞ্চ হবে অ্যান্ড্রয়েড ১৬? জানালো গুগল

আইটি ডেস্ক : মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের জনপ্রিয় স্মার্টফোন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। অন্যসব সেবার মতো অ্যান্ড্রয়েড নিয়েও বিশ্বব্যাপী চলে উন্মাদনা। ব্যবহারকারীরা মুখিয়ে থাকেন কবে আসবে নতুন ভার্সন সে অপেক্ষায়। এবার গুগল জানিয়েছে, পরবর্তী সংস্করণ প্রত্যাশার চেয়েও আগে আসবে। পূর্বে আগামী বছরের তৃতীয় প্রান্তিকে অ্যান্ড্রয়েড ১৬ সংস্করণ আসার কথা শোনা গেলেও এবার প্রযুক্তি জায়ান্টটি জানিয়েছে ভিন্ন কথা। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-এর দ্বিতীয় প্রান্তিকে উন্মোচিত হবে অ্যান্ড্রয়েড ১৬। অ্যান্ড্রয়েড অথরিটি।

নতুন ডিভাইস উন্মোচনের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রাখতেই অপারেটিং সিস্টেমটির নতুন সংস্করণ আগেভাগেই উন্মোচন করা হবে। অ্যান্ড্রয়েডের বড় আপডেট সাধারণত বছরের মাঝামাঝি সময়ে বাজারে আসে। আর ছোট কিছু আপডেট ছাড়া গত ১০ থেকে ১২ বছরে অধিকাংশ ক্ষেত্রেই তাই হয়েছে।

কিন্তু এবার অ্যান্ড্রয়েড ১৬ বছরের মাঝের সময়ে বাজারে আসতে যাচ্ছে। তবে এর পরের বছর ডিসেম্বরে অ্যান্ড্রয়েড সংক্রান্ত আরও একটি ছোট আপডেট আসতে পারে।

অ্যান্ড্রয়েডের ভার্সনের লঞ্চ এগিয়ে আনার ব্যাপারে গুগল জানিয়েছে, নতুন ডিভাইস লঞ্চের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরে আরও বেশি ডিভাইসে অ্যান্ড্রয়েড-১৬ শুরু থেকেই অন্তর্ভুক্ত থাকবে। অ্যান্ড্রয়েডের পুরোনো ভার্সন যারা ব্যবহার করছেন তারা নতুন ভার্সন আপডেট করার সুযোগ পাবেন।


গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড-১৬ ফোনে চলে এলে কিছু অ্যাপের আপডেটের প্রয়োজন হতে পারে। অ্যাপ ডেভেলপারদের এপিআই-এ পরিবর্তন আনতে হতে পারে। তবে অ্যান্ড্রয়েড-১৬-তে অতিরিক্ত কী কী ফিচার থাকবে, সে ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানায়নি গুগল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সিকিউরিটি এবং বাগ সংক্রান্ত বিষয়ে অ্যান্ড্রয়েডের এ ভার্সন আগের ভার্সনগুলো থেকে আরও আপডেটেড হবে।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর প্রথম বাজারে আসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড বাজারে আসার পর স্মার্টফোনের দুনিয়ায় আমূল পরিবর্তন এসেছে। বিশ্বে যত স্মার্টফোন ব্যবহৃত হয়, তার সিংহভাগেই রয়েছে এ অপারেটিং সিস্টেম। সময়ে সময়ে অ্যান্ড্রয়েডের আপডেটেড ভার্সন বাজারে এসেছে। ২০১২ সালে এসেছিল অ্যান্ড্রয়েড-৪.১, যা অ্যান্ড্রয়েড জেলিবিন হিসাবে পরিচিত। এ ভার্সন থেকেই অ্যান্ড্রয়েড ব্যবহারের রমরমা শুরু হয়। কিটক্যাট, মার্শম্যালো, ওরিও-র মতো অ্যান্ড্রয়েডের ভার্সনগুলো ভারতের বাজারে বিপুল ব্যবসা করেছে। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর অ্যান্ড্রয়েড-১৫ বাজারে এসেছে। পরের বছরই আরও একটি আপডেটেড ভার্সন বাজারে আসবে।
সুত্র : যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়